বিনোদন ডেস্ক : বলিউডের মুন্না ভাই খ্যাত জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক বারই সংবাদের শিরোনামে এসেছেন। বিতর্কিত এক কাণ্ডের জন্য মাত্র কিছুদিন আগে কারাগার থেকে ফিরেছেন তিনি। কিন্তু এবার আর সে রকম কিছুর কথা বলছি না। এবার সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন রাজকুমার হিরানি। আর সেই সিনেমায় তুলে ধরা হবে সঞ্জয়ের জীবনের উল্লেখযোগ্য বিষয়গুলো।
অপর দিকে বলিউডের বিউটি কুইন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেমের বিষয়টি কারো অজানা নয়। তাই স্বাভাবিকভাবেই সিনেমায় উঠে আসতে পারে তাদের প্রেম কাহিনি। সত্যি সতিই সঞ্জয়ের বায়োপিকে মাধুরী-সঞ্জয়ের প্রেম কাহিনি থাকছে কিনা তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন মাধুরী। এ বিষয়ে জানার জন্য সঞ্জয়কে নাকি তিনি ফোনও দিয়েছিলেন। আর এই নিয়ে বলিউডসহ মিডিয়া পাড়ায় এখন জোর গুঞ্জণ তাহলেকি প্রকাশ হতে যাচ্ছে সেই লুকুচুরির গল্প?
এক বছর আগে যখন সঞ্জয়ের বায়োপিক নিয়ে কাজ চলছিল তখন শোনা গিয়েছিল এতে মাধুরীর বিষয়গুলো থাকবে না। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানা গিয়েছে। তাই এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতেই সঞ্জয়কে ফোন দিয়েছিলেন মাধুরী। মাধুরী নাকি চাইছেন না তার অতীত জীবনের বিষয়গুলো এভাবে সবার সামনে ভেসে আসুক। আর বিষয়গুলো নতুন করে মনেও করতে চান না তিনি।
এক সময় সঞ্জয়-মাধুরীর প্রেমের গুঞ্জনেই ছিল বলিউড পাড়ার মুখরুচক আলাপ। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাই বোমা বিস্ফোরণ মামলায় সঞ্জয়ের নাম আসার পর তাদের সম্পর্ক ভেঙে যায়। আর সেই থেকে দু'জনের দু'পথ বেঁকে গিয়েছে। এখন দু'জনই সংসার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সঞ্জের জীবনের নানা দিক নিয়ে এবার তৈরি হতে যাচ্ছে একটি আস্ত সিনেমা।
১১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই