রবিবার, ১২ জুন, ২০১৬, ১১:০৪:১২

চীনের পর এবার জাপানেও মুক্তি পাচ্ছে আমির খানে ‘পিকে’

চীনের পর এবার জাপানেও মুক্তি পাচ্ছে আমির খানে ‘পিকে’

বিনোদন ডেস্ক : ভারতের ইতিহাসে আলোচিত ছবি ‘পিকে’। দেশ ছেড়ে দেশের বাইরেও আমির খান অভিনীত এই ছবিটি দারুন আলোচিত। এরমধ্যে চীনের এই ছবিটি আশাতীত ব্যবসা করেছে। পেয়েছে দারুণ সফলতা। এবার সেই সফলতার ধারবাহিকতায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে জাপানে। চিন থেকে ছবিটির আয় করেছে ১৮ মিলিয়ন ডলার।

২০১৪ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি এখনও প‌র্যন্ত বিপুল টাকা ঘরে এনেছে। ২০১৪ সালে আয়ের দিক থেকে গোটা দুনিয়ায় পিকে ছিল ৭০ নম্বরে। পরিচালক রাজকুমার হিরানির কেরিয়ারে এটি একটি মাইল স্টোন ছবিও বলা ‌যেতে পারে।

এবছর অক্টোবর মাসেই ছবিটি জাপানে রিলিজ করতে চলেছে। ছবিটির জাপানি ভার্সনের পোস্টারও ট্যুইটারে প্রকাশ করেছেন সিনেমা সমালোচক তরন আদর্শ।

ভারতের ইউটিউব মোশন পিকচার্স ও জাপানের সংস্থা নিকাতসু ‌যৌথভাবে ছবিটি জাপানে রিলিজ করছে। নিকাতাসু পরিকল্পনা করেছে, ভারতে ‌যেভাবে ছবির তারকারা ছবির প্রচারের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করেন, সেভাবেই পিকে-র অভিনেতাদের জাপানে নিয়ে গিয়ে ছবিটির প্রমোশন করা হবে। আমির খান অভিনীত ছবি থ্রি ইডিয়েটসও জাপানে রিলিজ করেছিল নিকাতাসু।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে