বিনোদন ডেস্ক : বলিউডে মুন্না ভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তর সাথে বলিউড ভাইজান সালমান খানের বন্ধুত্বটা ছিল সোনাই সোহাগা। তাদের বন্ধুত্ব নিয়ে ঈর্ষাকাতর ছিল বলিউডের অনেকেই। বহু চর্চিত এই বন্ধত্বে কিছুদিন আগে ফাটল ধরে।
সঞ্জয় জেল থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত তারা দু’জর এক সঙ্গে মিলিত হননি। তবে আশার কথা হচ্ছে, একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ঘুচবে বলে মনে করছে সংশ্লিষ্ট অনেকে।
শাহরুখ ও সালমান, দুজনকে বলিউড করন-অর্জুন বলে জানেন। কিন্তু ক্যারয়িার আর প্রতিষ্ঠার কারণে একদিন দুজনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। দুই বন্ধু হঠাৎ শত্রুতে পরিনত হলেন। কেউ কারো মুখ দেখাতো দূরের কথা, ছায়া পর্যন্ত মারাতেন না। কিন্তু ২০১৩ সালে প্রভাবশালী রাজনৈতিক বাবা সিদ্দিকীর আমন্ত্রণে দুই খানই ইফতারের আমন্ত্রণ গ্রহণ করেন। আর সেখানেই বাবা সিদ্দিকীর উপস্থিতিতে পুনর্মিলন হয় সালমান-শাহরুখের! এখন তাদের সম্পর্ক সেই পুরনো বন্ধুত্বের মতোই অটুট! আর এবার সেই একই কায়দায় বাবা সিদ্দিকীর আমন্ত্রণ পেয়েছেন সালমান ও সঞ্জয়। শিগগিরই তাদের ইফতারে একত্রে দেখা যাবে। আর এই ইফতারেই দূরত্ব গুচতে পারে দুই বন্ধুর মধ্যে।
প্রতি রমজানেই বিশাল ইফতার পার্টি দেন রাজনীতিবীদ বাবা সিদ্দিকী। যেখানে উপস্থিত থাকেন ভারতের সব সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ। এই ইফতারেই সবার জটিলতাও গুচিয়ে দেন এই প্রভাবশালী নেতা। মনে করা হচ্ছে হয়তো তার এবারের ইফতারে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সালমান ও সঞ্জয়ের মধ্যে দূরত্ব। সবাই তাই চেয়ে আছেন বাবা সিদ্দিকীর ইফতার পার্টির দিকে।
১৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন