বিনোদন ডেস্ক : তিনি বলিউডের ভাইজান। বলিউড তারকা অন্যদের উপকার করার জন্য মুখিয়ে থাকেন, তাদের মধ্যে সবার প্রথমে যার নাম আসবে তিনি অবশ্যই সালমন খান। বিভিন্ন সময় সাল্লু মিঞার সঙ্গে নাম জড়িয়েছে বহু নায়িকার। বহুবার খবর রটেছে ‘এইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সালমান’।
কিন্তু দিন শেষে সবই ফাঁকা! বরং সালমানকে সিঁড়ি করে শক্ত জমি খুঁজে নিয়েছেন বহু সুন্দরী। আবার অনেক নায়িকাকেই বিভিন্ন ভাবে সাহায্য করেছেন নায়ক। কিন্তু সুদিন আসতে তারা সালমান ছেড়ে চলে গেছেন। এক নজরে দেখে নিন যে সব নায়িকারা সালমানের কাছ থেকে উপকার পেয়েছেন।
ক্যাটরিনা কাইফ : সালমানের সঙ্গে যার নাম জড়ানো নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছিল, তিনি হলেন ক্যাটরিনা কাইফ। বলিউডে তার জায়গা করে নেওয়াই সালমানের হাত ধরেই।
বিপাশা বসু : একটা সময় বিপাশা বসুকেও সিনেমা পাইয়ে দিয়েছিলেন সালমান। তাই বিপাশা নিজের বিয়েতে প্রথমেই সালমানকে নেমন্ত্রন করেছিলেন।
সায়েশা সায়গল : বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা সায়রা বানুর ভাইঝির মেয়ে সায়েশা সায়গলকে নিয়ে কাজ করার চিন্তা-ভাবনা করেছেন সালমান।
অনুষ্কা : শোনা গেছে বিরাট-অনুষ্কার প্যাচ-আপের পিছনে নাকি সালমানেরই হাত রয়েছে।
সোনম কাপুর : ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি সোনমের হাত থেকে ফস্কে যাচ্ছিল। সেই সময় হাল ধরেন সালমান।
গিজেল ঠকরাল: ‘বিগ বস’-এর অংশগ্রহণকারী মডেল-অভিনেত্রী গিজেল ঠকরালের ঠোঁট নিয়ে মজা করেছিলেন সালমান। এরপর তিনি রাতারাতি তিনি বিখ্যাত হয়ে যান।
করিনা কাপুর : কারিনাকেও নাকি সালমান ‘বাজরঙ্গী ভাইজান’ ছবিতে নায়িকা করার জন্য পরিচালকে বলেছিলেন।
শিল্পা শেট্টি : ২০০০ সালের বড় হিট ‘ধড়কন’-এর পর হাতে আর কোনও ছবি ছিল না শিল্পা শেট্টির। সেই সময় সালমান অনেকগুলি ছবিতে কাজ করার সুযোগ পাইয়ে দিয়েছিলেন শিল্পাকে।
স্নেহা উল্লাল : ২০০৫ সালে স্নেহা উল্লালকে সালমান তার বিপরীতে নায়িকা করেন।
সানা খান : ‘বিগ বস’-এ সানা খানকে প্রথম দেখেন সালমান। এরপরেই তাকে ‘জয় হো’তে লঞ্চ করেন।
এলি আব্রাম: ‘বিগ বস’ শেষ হওয়ার পর ‘মিকি ভাইরাস’-খ্যাত এলি আব্রামের জন্য দেহরক্ষীর ব্যবস্থা করেছিলেন সালমান।
নাতাশা স্ট্যানকোভিক : ‘বিগ বসের’ প্রতিযোগী মডেল নাতাশা স্ট্যানকোভিক শো থেকে বের হয়ে গেলে নাতাশাকে বলিউডে কেরিয়ার ট্রাই করার কথা বলেছিলেন ভাইজান।
সোনাক্ষী সিনহা : ‘দাবাং’ ছবিতে শত্রুঘ্ন সিন্হার মেয়ে সোনাক্ষী সিনহাকেও সালমানই লঞ্চ করেছিলেন।
সঙ্গীতা বিজলানি : ক্রিকেটার আজহারুদ্দিনের সঙ্গে ব্রেকআপের পর সঙ্গীতা বিজলানি খুব ভেঙে পড়েছিলেন। সেই সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সঙ্গীতার সাবেক প্রেমিক সালমান।
জ্যাকলিন : জ্যাকলিন ফার্নান্ডেজের কেরিয়ারের সবথেকে বড় হিট ‘কিক’। এই ছবিটির অফার সালমানের সুপারিশ মেনেই তার কাছে আসে।
আথিয়া শেট্টি : ‘হিরো’ ছবিতে সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকে লঞ্চ করেন সাল্লু মিয়া।
জারিন খান : ‘বীর’ ছবিতে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ ঘটে জারিন খানের। সালমানের হাত ধরেই তার ইন্ডাস্ট্রিতে আগমন।
সোনালি সায়গল : ‘পেয়ার কা পঞ্চনামা’ এবং ‘পেয়ার কা পঞ্চনামা টু’র নায়িকা সোনালি সায়গল একটি ইন্টারভিউতে বলেছিলেন, তিনি চান সালমান তার ছবি দেখুক। এরপর টুইটারে এ বিষয়ে টুইট করেছিলেন সালমান। এরপরেই মিডিয়ায় নজরে আসেন সোনালি।
ডেইজি শাহ : সালমানের হাত ধরে ‘জয় হো’ ছবিতে ডেইজি শাহ বলিউডে ডেবিউ করেন।
১৫ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস