বিনোদন ডেস্ক : অনুরাগ কাশ্যপ সহ গোটা 'উড়তা পঞ্জাব'-এর কাছে বড়সড় ধাক্কা। মুক্তির ২দিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'উড়তা পঞ্জাব'-এর সেন্সর কপি। যার পিছনে সেন্সর বোর্ডেরই এক কর্মকর্তার হাত রয়েছে বলে অভিযোগ উঠে আসছে। গোটা ঘটনায় হতবাক 'উড়তা পঞ্জাব' ছবিটির টিম। এই ঘটনায় ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন প্রযোজকরা।
গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পঞ্জাবের কিছু নেষা আসক্তির ভূমিকায় তৈরি 'উড়তা পঞ্জাব'। ছবিটিতে ৮৯টি 'কাট'-এর নির্দেশ নিয়ে সেন্সর বোর্ডের প্রধান নিহালরাজ পহেলানির সঙ্গে তীব্র মতবিরোধের কারণে প্রায় আটকে যায় ছবির মুক্তি।
যার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় গোটা ভারত জুড়ে। গোটা ঘটনায় সেন্সর বোর্ডের বিরুদ্ধে এককাট্টা হয় বলিউড। বোম্বে হাইকোর্টে দায়ের হয় একটি মামলা। তবে সোমবার মামলায় সেন্সর বোর্ডের আপত্তিকে খারিজ করে দেন বিচারপতি। এরপরই মুক্তির আলো দেখে ছবিটি। গতকাল ছবি মুক্তির সার্টিফিকেট টুইটও করেন শহিদ কাপুর।
কিন্তু, এরমধ্যেই টরেন্টে ছবির সেন্সর্ড ভার্সন লিক হয়ে যাওয়ায় ভীষণভাবেই হতাশ ছবির প্রযোজক থেকে পরিচালক, সেইসঙ্গে কুশীলবরা।
১৬ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই