বিনোদন ডেস্ক : প্রেম, টান, ভালোবাস -এসব কি এত সহজেই শেষ হয়? না, হয় না। আর তাই তো বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সাথে কিক্রেটার বিরাট কোহলির প্রেম শেষ হয়েও হ’লো না শেষ।
তাদের দু’জনের প্রেম ছিল বলিউড থেকে শুরু করে কিক্রেট মাঠ পর্যন্ত বহুল চর্চিত। আবার তাদের বিচ্ছেদের ব্যাপারটিও সমান চর্চিত ছিল। না। প্রেম থেকে বোধ হয় তাদের বিচ্ছেদ নিয়েই চর্চাটা একটু বেশিই হয়েছে। যা দেশের গণ্ডি ছাপিয়ে দেশের বাইরেও ছিল বিরাট-আনুশকার বিচ্ছেদ চর্চা।
এদিকে সম্প্রতি আবার তাদের দু’জনকে একসাথে দেখা যাচ্ছে, সে-ও আবার ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ছেন তারা সাংবাদিকদের ক্যামেরায়। কিছুদিন আগে মাঝরাতে ডিনার সেরে বের হতে গিয়ে ক্যামেরাবন্দী হয়েছিলেন এই যুগল। এছাড়া আইপিএল চলাকালে নিজ দল জেতার আনন্দে একটি পার্টিতেও আনুশকাকে সাথে নিয়ে উপস্থিত হয়েছিলেন বিরাট।
অন্যদিকে এই বিরাট কোহলিই আনুশকার বিরহে ঢাকায় একটি অনুষ্ঠানে গেয়েছিলেন বিরহের গান। যা ছিল দারুণ আলোচনায়। তবে শেষতক তাদের মান অভিমাণের বরফ গলেছে এটাই এখন স্পষ্ট। শুধু তাই নয়। আরও কাছাকাছি থাকার জন্য আনুশকার পাড়শিও হয়েছেন বিরাট। জানা গেছে আনুশাকার বাড়ির কাছেই বিরাট কোহলি একটি ফ্ল্যাট কিনেছেন।
সূত্র বলছে, আনুশকার সঙ্গে গিয়ে গত বছরই ফ্ল্যাটটা দেখে এসেছিলেন তিনি। কথাও চলছিল। কিন্তু, মাঝে আনুশকার সঙ্গে একটু টানাপোড়েনে বন্ধ ছিল ফ্ল্যাট দেখা। কিন্তু, এবার আনুশকার মুড ফিরতেই চটপট ফ্ল্যাটটি কিনে ফেলেছেন বিরাট কোহলি।
ওরলিতে বিরাট যে ফ্ল্যাটটি কিনেছেন, তার দাম শুনলেও চমকে উঠবে যে কেউ। সূত্র বলেছে, বিরাটের ওই নতুন ফ্ল্যাটের দাম ৩৪ কোটি! কি? চমকে গেলেন তো? অবাক হবেন না। বিরাট কোহলি বলে কথা, তাই তার স্কাই বাংলো একটু দামী আর বিলাস বহুল হবে, তাতে আর বৈচিত্র কিসের।
জানা গেছে, ওরলিতে ওমকর ১৯৭৩-এর টাওয়ার সি-এর ৩৫ তলায় নতুন ওই ফ্ল্যাট কিনেছেন বিরাট। ফ্ল্যাটের মধ্যে রয়েছে ৫টি ঘর। যেখানে স্পা সহকারে বাথরুম থেকে শুরু করে লিভিং রাম, ডাইনিং, জিম সহ আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেখানে এত সুবিধা থাকে, সেখানে ফ্ল্যাট নিতে গেলে, গাঁটের কড়ি তো একটু খসবেই। তবে, বিরাট যে ফ্ল্যাট কিনেছেন, তার কাছেই রয়েছে আনুশকার ফ্ল্যাটও। অর্থাত, এবার আনুশকা আর বিরাট পড়শি হলেন।
আর হবেই না কেন, শোনা যাচ্ছে, সামনেই বিয়ের জন্য বিরাট কোহলির বাড়ির লোকজন আনুশকার সঙ্গে কথা বলবেন। এমনকি, আনুশকার সময় হলে, তাকে নিয়ে বেসন কিছুদিন একান্তেও কাটাতে চায় কোহলি পরিবার। তাহলে কি এবার বিরাট বিয়ের তোড়জোড়ই শুরু করেছেন? সেটা জানতে অবশ্য আরও কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে।
১৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন