শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪২:৪৫

বলিউডের সেই তিন তারকাকে মুম্বাই পৌরসভার নোটিস

বলিউডের সেই তিন তারকাকে মুম্বাই পৌরসভার নোটিস

বিনোদন ডেস্ক: পৌরসভা নোটিশ পৌঁছল তিন বলিউড তারকার বাড়ি।এ ছাড়া তালিকায় রয়েছেন এক গায়কও। ওই তিন তারকা অর্থাৎ জিতেন্দ্র, অনিল কপূর এবং জুহি চাওলা আর গায়ক অমিতকুমারের জুহু শহরতলি এবং মালাবার হিল এলাকার বাড়িতে হানা দিয়ে বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) কর্মীরা ডেঙ্গির মশার লার্ভা খুঁজে পেয়েছেন।

বিএমসি জানিয়েছেন, ডেঙ্গি প্রতিরোধে মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইদানীং পরীক্ষা চালাচ্ছেন পৌরকর্মীরা। গত কাল তাতেই ওই সেলিব্রিটিদের বাংলোয় ডেঙ্গির মশারলার্ভা পাওয়া যায়। অনিল কপূরের বাড়ি লাগোয়া চত্বরে একটি ত্রিপলে মেলে ওই লার্ভা। জিতেন্দ্র বাংলোর বাগানে ওই মশার লার্ভা মেলে। ডেঙ্গি মশার বাড়বাড়ন্ত ঠেকাতে তাঁরা কেন কোনও পদক্ষেপ করেননি, নোটিশ দিয়ে তা জানতে চেয়েছে পৌরসভা। অমিতকুমারকে আপাতত সতর্ক করা হয়েছে। বাকিদের ২-১০ হাজার পর্যন্ত অর্থ জরিমানা করা হতে পারে।

জিতেন্দ্র-অনিল-জুহি ছাড়াও অমিতাভ বচ্চনের চারটি বাংলো, শাবানা আজমি, মহেশ ভট্ট, শিল্পা শেট্টির বাড়িতেও গিয়েছিলেন পৌরসভা কর্মীরা। এঁরা প্রত্যেকেই আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ করেছেন বলে দাবি বিএমসি-র। ডেঙ্গি নিয়ন্ত্রণে কী করা হচ্ছে, তা নিয়ে দিল্লির আপ সরকারও হাইকোর্টের কাছে আজ ব্যাখ্যা দিয়েছে।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে