বুধবার, ২২ জুন, ২০১৬, ১১:৫৭:৫১

মডেল নোভাকে বিয়ে করায় ৩ মাস, এবার ১ বছর কারাদণ্ড

মডেল নোভাকে বিয়ে করায় ৩ মাস, এবার ১ বছর কারাদণ্ড

বিনোদন ডেস্ক : স্ত্রীর যৌতুকের মামলায় নাট্যনির্মাতা সাইফুল ইসলাম খান প্রকাশ রায়হান খানকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  এর আগে মডেল নোভাকে বিয়ে করায় ৩ মাস কারাদণ্ড দেন আদালত।

বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক দিলীপ দেবনাথ এ রায় দেন।

একই রায়ে রায়হান খানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।  বর্তমানে পলাতক রয়েছেন রায়হান।  বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজ্জ্বল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা করেন তার প্রথম স্ত্রী নগরীর হালিশহরের বাসিন্দা ফারহানা আফরোজ হান্না।

ওই মামলায় ২৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় রায়হানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এর আগে প্রথম স্ত্রী হান্নার অনুমতি না নিয়ে অভিনয়শিল্পী ও মডেল নোভাকে বিয়ে করায় রায়হান খানকে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন চট্টগ্রামের আরেকটি আদালত।

২২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে