বিনোদন ডেস্ক : কিছুদিন আগে বলিউড তারকা আমির খান ও শাহরুখ খানকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত। অনেক জলঘোলা হবার পর তা পশমিত হয়। তবে এবার নতুন করে ভারত উত্তল হয়ে উঠেছে সালমান খানকে ঘিরে।
তার একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই চলছে এ বিবৃতি পাল্টা বিবৃতিসহ রাজপথে বিক্ষোভ। সম্প্রতি সালমান খান ‘পাশবিক নির্যাতনের শিকার’ নারীর সাথে নিজেকে তুলনা করে একটি মন্তব্য করেন। এর পর থেকেই তার বিরুদ্ধে নারী সংগঠনসহ বিভিন্ন সংগঠন ফুঁসে উঠতে শুরু করে।
এদিকে ওই বিতর্কিত মন্তব্যের পর কেউ কেউ সালমানের পক্ষ নিয়ে কথা বললেও অধিকাংশ মানুষই তার বিরুদ্ধে রয়েছেন। এ মন্তব্যের জন্য তাকে কাণ্ডজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন।
এরইমধ্যে পাটনায় ২২ জুন ওই মন্তব্যকে ঘিরে সালমানের বিরুদ্ধে রাস্তায় নামে কট্টর হিন্দুবাদী দল বিজেপি সমর্থিতরা। রাস্তায় সালমানের বিরুদ্ধে স্লোগান ছাড়াও তার অসংখ্য ছবি পুড়িয়ে দেয়। কুশপুত্তলিকা দাহ করে। এবং তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথাও বলে আন্দোলনকারীরা। পাটনা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে পৃথক পৃথকভাবে সালমানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
অন্যদিকে একই ইস্যুতে মামলাও হয়েছে সালমান খানের বিরুদ্ধে। ২১ জুনে দেয়া সালমানের সাক্ষাৎকারে দেয়া ওই মন্তব্যে ‘পাশবিক নির্যাতনের শিকার’ নারীদের প্রতি অসম্মান এবং জঘন্য অপরাধ হয়েছে দাবী করে মামলা হয়েছে।
সালমানের বিরুদ্ধে লখনউ আদালতে পিটিশন ফাইল করেছেন সমাজকর্মী রফত জামাল। এছাড়া কানপুরে সালমানের বিরুদ্ধে এই ইস্যুতে মামলা দায়ের করেন মনোজ কুমার দীক্ষিত নামের এক আইনজীবী।
২৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন