বিনোদন ডেস্ক : বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ডন’। এ সিনেমার অসামান্য সাফল্যের পর তৈরি হয় এর সিক্যুয়েল ‘ডন-টু’। এই দু’টি সংস্করণেই শাহরুখ খানের বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে সম্প্রতি জানা গেছে, প্রেয়াঙ্কা ‘ডন-থ্রি’তে থাকছেন না।
এদিকে সময় ঘনিয়ে আসছে ‘ডন-থ্রি’ ছবির কাজের সময়। তাই প্রশ্নটা জোরালো হয়, এবারের সংস্করণে যদি প্রিয়াঙ্কা না থাকেন, তবে শাহরুখ খানের বিপরীতে থাকছেন কে? এই গুঞ্জন বেশ ক’দিন ধরেই চলছে বলিউডপাড়ায়।
সম্প্রতি খবর রটেছে, শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর আগে তিনি বলিউডের আরেক খান সালমান খানের বিপরীতে ‘কিক’ ছবিতে অভিনয় করেছিলেন। সে ছবিটি ব্লববাস্টার হিট। এবার শাহরুখ খানের সাথে তাকে কেমন মানাবে? এ নিয়ে এখন চলছে জল্পনা।
উল্লেখ্য, 'ডন'র আগের দুটির সংস্করণে শাহরুখের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের।
২৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন