শনিবার, ২৫ জুন, ২০১৬, ০৮:৫৬:৩৭

প্রতি মিনিটের জন্য ৩০ লাখ চাইলেন প্রিয়াঙ্কা-দীপিকা!

প্রতি মিনিটের জন্য ৩০ লাখ চাইলেন প্রিয়াঙ্কা-দীপিকা!

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে নামিদামি তারকাদের মধ্যে এগিয়ে দীপিকা পাডুকোন আর প্রিয়াঙ্কা চোপড়া।  পারিশ্রমিকের দিক দিয়েও অন্য অভিনেতাদের থেকে এগিয়ে তারা।  তবে দুজনের একসঙ্গে পারফর্ম সত্যিই অন্যরকম।

কিন্তু তাই বলে প্রতি মিনিটেই অভিনয়ের জন্য ৩০ লাখ রুপি হাঁকাবেন তা কল্পনাতীত।  হ্যাঁ, বিশ্বাস না হলেও এটাই সত্যি।  

মাত্র চার মিনিট স্টেজে পারফর্ম করার জন্য এক কোটি ৩০ লাখ রুপি চেয়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা আর দীপিকা।

২৩ জুন থেকে স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে ‘আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০১৬’-এর আসর।  যেখানে লাইভ স্টেজে পারফর্ম করতে প্রতি মিনিটে ৩০ লাখ রুপি চেয়েছেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

চার দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে ২৬ জুন রাতে। অনুষ্ঠানে পারফর্ম করতেই মাত্র চার মিনিটে ১ কোটি ৩০ লাখ রুপি দাবি করেছেন এ দুই হলিউড তারকা।

যদিও তাদের এই পরিমাণ টাকা দিতে আপত্তি নেই আয়োজকদের।  কিন্তু এরই মধ্যে একাধিক খবরে জানা গেছে যে, আয়োজকরা প্রিয়াঙ্কা-দীপিকাকে একসঙ্গে স্টেজে দেখতেই এমন প্রস্তাব দিয়েছিল।

তবে দীপিকা-প্রিয়াঙ্কা নাকি একসঙ্গে পারফর্ম করতে মোটেও রাজি নন।  তবে শেষ পর্যন্ত একসঙ্গে আইফার মঞ্চে পারফর্ম করেন কি-না তা জানা যাবে ২৬ জুন রাতে।

দীপিকা পাডুকোন সদ্য শুটিং শেষ করেছেন ‘ট্রিপল এক্স: দ্য কেজ অব জেন্ডার’-এর।  যে ছবিতে তার বিপরীতে আছেন ভিন ডিজেলের মত তারকা অভিনেতা।

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া সদ্য টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এবং সিনেমা ‘বেওয়াচ’-এর শুটিং শেষ করেছেন।   
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে