শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৩:১৫

যে কারণে চটলেন ঢাকাই নায়িকা অমৃতা

যে কারণে চটলেন ঢাকাই নায়িকা অমৃতা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার উঠতি নায়িকা অমৃতা খান এবার চটেছে ভক্তদের উপর। তার স্ট্যাটাসে আজেবাজে মন্তব্য করায় তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন।

অমৃতার ভক্তরূপী কিছু দুষ্ট লোক তার স্ট্যাটাসে গিয়ে আজেবাজে কমেন্ট করে আসছে। আর এতেই চটে গেছেন অমৃতা। চটবেনই বা না কেন ভক্তদের বাজে কমেন্টের কারণে কথা শুনতে হয় পরিবারের কাছেও।

এ নিয়ে তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন। অবশ্য সুন্দর ভাষায় অনুরোধ করেছেন এমনটা যেন কেউ আর না করে। আর করলে তাকে ব্লক মারারও ঘোষণা দিয়েছেন এই নবাগত নায়িকা।

অমৃতা বলেন, ‘কিছু মানুষের কাছে একটা অনুরোধ ফেসবুকে যদি ভাল কমেন্ট করতে না পারেন তাহলে অন্তত খারাপ কমেন্ট করবেন না। একটা কমেন্ট দেওয়ার আগে ১০০ বার চিন্তা করুন। আমার ফ্যামিলি থেকে প্রবলেম হচ্ছে, কথা শুনতে হচ্ছে।’

শেষে অমৃতা বলেন, ‘আমি সত্যিই দুঃখিত আমি যাদের চিনি না কোনোভাবেই ফেসবুকে তাদের ফেসবুকে অ্যাড করতে পারবো না। ফ্যান বলেন আর যাই বলেন।’
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে