শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৬:৫২

‘পরী’র জন্য গাইলেন লুইপা

‘পরী’র জন্য গাইলেন লুইপা

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র ‘পরী’। এই প্রথম গোপালগঞ্জ থেকে নির্মিত হলো ব্যয়বহুল এই চলচ্চিত্রটি। সাংবাদিক এস এম সাব্বির ভাইয়ার প্রযোজিত ও জিএমসি সোহান পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো প্লেব্যাকে অভিষেক ঘটে চ্যানেল আই সেরা কণ্ঠ লুইপা।

লুইপা বলেন, ‘এই চলচ্চিত্রে গান গেয়ে আমি আনন্দিত।  এই ‘পরী’ সিনেমার গানের মধ্যে দিয়ে আমার চলচ্চিত্রে গান গাওয়ার ইচ্ছা শক্তি বেড়ে গেল। এই গানটির কথা ও সুর এইচ এম রিপন ভাইয়ের, গানটির মিউজিক করেছেন, অমিত ভাই। আমার কো-আটিস্ট ছিলেন রাজিব’।

তিনি বলেন, ‘আমার গান ‘পরী’ সিনেমায় প্রকাশ করার জন্য প্রযোজক সাব্বির ভাইয়া, পরিচালক জিএমসি সোহান ভাইয়া ও রিপন ভাইয়াকে অনেক ধন্যবাদ।

তিনি বলেন, ‘গানটি গেয়ে ভীষণ ভালো লাগার একটা অনুভূতি কাজ করছে। সবাই আমার জন্য দোয়া করবেন’।

প্রসঙ্গত, গোপালগঞ্জ থেকে নির্মিত পরী সিনেমা আগামী ৯ অক্টোবর শুভ মুক্তি পাবে।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে