শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৫:৫৯

প্রতিবন্ধীদের সাথে সুজানার ঈদ উদ্যাপন

প্রতিবন্ধীদের সাথে সুজানার ঈদ উদ্যাপন

বিনোদন ডেস্ক : প্রতিবন্ধী মানেই অনেকের কাছেই অবহেলার। অনেকেই প্রতিবন্ধীদের দূর দূর করে তাড়িয়ে দেন। কাছেও ঘেঁষতে চান না অনেকে। কিন্তু ব্যতিক্রম উদহারণ সৃষ্টি করলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী সুজানা জাফর।

প্রতিবন্ধীরা যে আর সবার মত মানুষ। সেটি আবারও অভিনেত্রী সুজানা জাফর প্রমান করলেন। তিনি সময় পেলেই ছুটে চলে যান তাদের কাছে। আর এবারের ঈদুল আজহার পুরোদিনটিই তিনি কাটিয়ে দিলেন তাদের সঙ্গেই। আজ আবার যাচ্ছেন তাদের সবাইকে খাওয়াতে।

এ প্রসঙ্গে সুজানা জানিয়েছেন, ‘এটা আমার বাবার কাছ থেকে আমি শিখেছি। ওদের কাছে যেতেই মনে আলাদা আনন্দ পাই। ওদের সঙ্গে তোলা ফেসবুকে হয়তো খুব কম ছবি দিয়েছি। কিন্তু অনেক আগে থেকেই তাদের সঙ্গে আছি’।

এ রকম একের অধিক প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানে অভিনেত্রী সুজানা জাফর নিয়মিত যান। তাদের সঙ্গে সময় দিয়ে আসেন। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। এবং তার পরিচিত সবাইকে বলেন এই আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে