শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৬:২০

আবারো ছোটপর্দায় আমিতাভ

আবারো ছোটপর্দায় আমিতাভ

বিনোদন ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি বড়পর্দার পাশাপাশি মাঝেমধ্যে ছোটপর্দায়ও কাজ করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হলেন স্টার ইন্ডিয়ার নতুন টিভি শো ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’–তে।

টুইটারে নিজের অ্যাকাউন্টে সেই শো–এর টিজার শেয়ার করার পরেই হইচই বলিউড জুড়ে। দেখে মনে হয় বয়সও হার মেনেছে তার কাছে।

অমিতাভ নিজে বলছেন, টিভির পর্দায় কাজ করতে শুরু করেছিলেন স্টার ইন্ডিয়ার সঙ্গেই, ২০০০ সালে। তারপরে কাজ করেছেন ‘যুদ্ধ’ নামের একটি মেগা সিরিয়ালেও। তবে এবারেরটা নাকি সব থেকে আলাদা। এই প্রস্তাব পাওয়ার পরেই তার মনে হয়েছিল, গণমাধ্যম সামাজিক বদলের অন্যতম সেরা হাতিয়ার।

তবে জ্ঞান বিতরণ নয়, তত্ত্বকথা বোঝাতে হবে হালকা মেজাজে। স্বাদ বদলের জন্য দিতে হবে মশলা। বচ্চনের নতুন টিভি শো নাকি অনেকটা এরকমই।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে