শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৯:৩০:৩৭

ভক্তদের আকাশে উড়ার সুযোগ দিয়ে ইতিহাস গড়লেন কে এই নায়ক?

ভক্তদের আকাশে উড়ার সুযোগ দিয়ে ইতিহাস গড়লেন কে এই নায়ক?

বিনোদন ডেস্ক : বলিউডে চলছে তিন খান শাহরুখ, সালমান ও আমির খানের রাজত্ব। তাদের ছবি মানেই হিট। নির্মাতা থেকে শুরু করে বুকিং এজেন্টরাও এই তিন খানের ছবি নির্মাণ থেকে শুরু করে রিলিজ পর্যন্ত থাকেন নিশ্চিন্ত।

তাদের ভক্ত অনুরাগির সংখ্যাও কম নয়। সারা বছর তারাও অপেক্ষায় থাকেন খানদের ছবির জন্য। তবে এই তিন খান এ পর্যন্ত যে রেকর্ড গড়তে পারেন নি, সে রেকর্ডই এবার গড়লেন দক্ষিণী ছবির মেগাস্টার রজনীকান্ত। আর সে-ও গড়লেন তার নতুন ছবি ‌‘কাবালি’।

রজনীকান্তের এই ‘কাবালি’ ছবিটি ঠিক কবে মুক্তি পাচ্ছে? প্রথমে তেমনভাবে সঠিক তারিখ জানানো হয়নি। তবে ১৫  জুলাই ‘কাবালি’-র মুক্তি পাওয়ার কথা থাকলেও, এক সপ্তাহ পিছিয়ে ২২ জুলাই মুক্তি পেতে পারে থালাইভার নতুন ছবি। কিন্তু মজার ব্যাপার হল, ছবি মুক্তির আগেই রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ ইতিমধ্যে ২০০ কোটি টাকার ব্যবসাও করে ফেলেছেন! আর তা একমাত্র সম্ভব হয়েছে মেগাস্টার রজনীকান্তের ছবি বলেই।

শুধু তাই নয়, এবার এই মেগাস্টার রজনীকান্ত অনন্য নজির সৃষ্টি করলেন। যা আজ পর্যন্ত বলিউডের প্রথম সারির ওই ৩ খানও পারেননি। অথচ তাই করে দেখালেন দক্ষিণের রজনীকান্ত। আর তা নিয়েই চলছে দারুণ আলোচনা। আর তিনি যা করলেন, তার ভক্ত অনুরাগিদের জন্য অসাধারণ একটি সারপ্রাইজও বটে। এখন নিশ্চয় মনে প্রশ্ন জাগছে যে, কি করেছেন?

রজনীকান্তের নতুন ছবির নামে একটি ‘কাবালি’ থিমড বিমান চালাবে এয়ার এশিয়া। উদ্দেশ্য, রজনীকান্তের সমর্থকদের ছবির মুক্তির আগে বেঙ্গালুরু থেকে চেন্নাইতে পৌঁছে দেওয়া। এই বিমানসংস্থা ছবির অফিসিয়াল এয়ালাইন পার্টনারও হয়েছে। পুরো বিমানটির গায়ে রজনীর বড় বড় ছবি, ‘কাবালি’-র পোস্টার সবই রয়েছে। এমনকী, রজনীর নতুন ছবির প্রচারে ‘কাবালি’ থিমড বিমানে বিশেষ ‘কাবালি’ মেনুরও ব্যবস্থা থাকছে। এছাড়াও ইতিমধ্যেই সুপারহিট হওয়া ‘কাবালি’-র গান ‘নেরুপুদা’-র সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ ধরনের আলো দিয়েও বিমানটিকে সাজানো হয়েছে। যা দেখলে মনে হবে আগুন জ্বলছে। নেরুপুদা শব্দের অর্থও তাই।

রাজধানী দিল্লি ছাড়াও বেঙ্গলুরু, গোয়া, পুণে, কোচি-সহ দেশের দশটি শহরে এই বিমানটি যাতায়াত করবে। এমন নজির গড়তে পারলে সত্যিই শাহরুখ, সালমান, আমির, হৃত্বিকরা সম্মানিত বোধ করতেন। বিগ বি অমিতাভ বচ্চনও এমন স্বীকৃতি পেয়েছেন কি?
১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে