শনিবার, ০২ জুলাই, ২০১৬, ১০:৪২:৪৩

বাংলাদেশের মানুষের আন্তরিকতায় মুগ্ধ আমি : জিৎ

বাংলাদেশের মানুষের আন্তরিকতায় মুগ্ধ আমি : জিৎ

বিনোদন ডেস্ক : বাংলাদেশি না হলেও কলকাতার সুপারস্টার জিৎ কিন্তু বাঙালি। তার মাতৃভাষাও বাঙলা। পার্থক্য শুধু কলকাতা আর বাংলাদেশের মধ্যকার কাঁটাতার। তাতে কি? উভয় দেশের কৃষ্টি ও কালচার প্রায় একই। যেহেতু ভাষা এক, সেহেতু এক দেশের মানুষে ভাব বুঝতে অসুবিধে হয় না।

এদিকে, বাঙালি হোক আর বাংলাদেশি, সে যা-ই হোক। বাঙালার প্রতি কিন্তু উভয় দেশেরই টানটা আলাদা। বাঙলা ভালো করুক। এমন শুভ কামনা প্রতিটি বাঙালির মনেই আছে। আবার বাঙালি ভালো করেছে, এতে উভয় দেশের বাঙালিই উচ্ছ্বসিত হয়। এটাই যেন হৃদয়ের টান। বাঙালি বলে কথা।

আর এ জন্যই সুপারস্টার জিৎ বাংলাদেশ আর কলকাতাকে আলাদা করে না দেখে বাঙলা বলতেই পছন্দ করেছেন। যার জন্য তিনি বলেছেন, ‘বাংলা ভাষার ছবির জয় হোক’। দ্বিতীয়বারের মত ঢাকায় এসে এমন কথায় বলেন তিনি।

সম্প্রতি ঢাকায় এসেছিলেন কলকাতার সুপারস্টার জিৎ। এর আগে তিনি এসেছিলেন তার নতুন ছবি ‘বাদশা’র শুটিংয়ের জন্য। কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজিত ছবি এটি। এতে জিতের বিপরীতে অভিনয় করেছে ঢাকার নুসরাত ফারিয়া। ছবিটি ঈদে মুক্তি পাবে দুই দেশেই। এ উপলক্ষ্যেই জিৎ ঢাকায় এসেছিলেন প্রচারণায়।

বুধবার (২৮ জুন) সকালে ঢাকায় এসে পৌঁছান জিৎ। এরপর বিকালে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দেন। সন্ধ্যায় ইফতারেও অংশ নেন এ তারকা। তার সাথে আরও ছিলেন ছবির নায়িকা ফারিয়া, প্রযোজক আব্দুল আজিজ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ আরও অনেকে।

ইফতার পূর্ব সাংবাদিক সম্মেলনে দেশীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জিৎ। ওই সময় তিনি জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়াতে আমি খেয়াল করেছি বাংলাদেশে আমার প্রচুর ফ্যান আছে। তারা আমাকে ভালোবাসেন, আমার ছবি দেখেন। তাদের ভালোবাসার মূল্যায়ন দিতেই প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে কাজ করলাম।’

তিনি বলেন, ‘দেশ আলাদা হলেও আমাদের ভাষা বাংলা। সবসময় চাই বাংলা ভাষার ছবির জয় হোক। আমি কলকায় নিয়মিত কাজ করছি প্রায় ১৪-১৫ বছর ধরে। এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনে জিতকে পাবেন। কারণ এখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সেক্ষেত্রে যদি গল্প-বাজেট ঠিক থাকে, তবে অবশ্যই ঢাকাই ছবিতে কাজ করবো।’
২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে