রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ১১:০৭:৪৮

গুলশানে হামলার দিন আটকে ছিলেন শাকিবও

গুলশানে হামলার দিন আটকে ছিলেন শাকিবও

বিনোদন ডেস্ক : গুলশানে জঙ্গি হামলায় আটক জিম্মিদের উদ্ধার ঘটনায় গত শুক্রবার আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এতে করে আশপাশের বিশাল এলাকাজুডে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঢাকার অভিজাত এলাকা গুলশানের বাড়িফেরত লোকজনও। অন্য অনেকের মতো সেদিন রাস্তায় চার ঘণ্টা আটকে থাকতে হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকেও।

উত্তরায় নিজের নতুন বাড়ির কাজ শেষে শুক্রবার রাত ১০টার দিকে যখন বাসায় ফিরছিলেন, তখন শাকিব জেনে গেছেন গুলশানের ভয়াবহ সেই ঘটনার কথা। বাসা থেকে মা বললেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই যেন ছেলে তার বাসায় ফেরেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনার ভয়াবহতা বাড়তে থাকায় রাত ১১টার পর শাকিব রওয়ানা করেন গুলশানের বাসার দিকে।

শাকিব বলেন, ‘উত্তরা থেকে শুরুতে গুলশান ২ নম্বর দিয়ে বাসায় ঢোকার চেষ্টা করি। কিছুদূর এগোনোর পর আমার সামনে রাস্তায় দেখি শত শত গাড়ি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরপর খুবই ধীরগতিতে গাড়ি এগোচ্ছে । অবস্থা বেগতিক দেখে কোনোভাবে নতুন বাজার থেকে বের হয়ে বনানী দিয়ে বাসায় ঢোকার চেষ্টা করি। সেখানেও আমাকে ঘণ্টা খানেকের বেশি আটকে থাকতে হয়। এরপর বনানী থেকে বের হয়ে ভেতরের রাস্তা দিয়ে ১ নম্বর দিয়েও চেষ্টা করি। আমার সব চেষ্টা ব্যর্থ হয়। ততক্ষণে রাত তিনটা বেজে গেছে। এরপর আমার ছোট বোনকে ফোন করলাম। সে থাকে নিকেতনে। আমার এমন অবস্থা দেখে সে আমাকে তাঁর বাসায় চলে যেতে বলে। শেষ পর্যন্ত সেদিন আর নিজের বাড়িতেই ফেরা হয়নি আমার।’

শাকিব বলেন, ‘সেদিন শুধু আমি নই, ঢাকা শহরের অনেক মানুষই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটিয়েছে। এমন ভোগান্তিতে যে না পড়েছে, সে বুঝতে পারবে না ভোগান্তি কাকে বলে। সবচেয়ে বড় ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। বাসায় ফেরা নিয়ে অনেকের মধ্যে ছিল অনিশ্চয়তা। সব মিলিয়ে এটা ছিল আমার জীবনের এক ভয়াবহ রাত।’-প্রথম আলো
৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে