মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০৪:৪৫:১০

গুলশান হামলা নিয়ে মুসলিম ধর্মগুরুদের একহাত নিলেন ইরফান খান

গুলশান হামলা নিয়ে মুসলিম ধর্মগুরুদের একহাত নিলেন ইরফান খান

বিনোদন ডেস্ক : রমজানে রোজা রাখা ও ঈদের কুরবানি দেওয়া নিয়ে বিরূপ মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা ইরফান খান। সেই বিতর্কের রেশ না কাটতেই ফের নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। এবারেও তার নিশানায় মুসলিম ধর্মগুরুরা।

রাজধানীর গুলশানে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ইরফান একহাত নিয়েছেন মুসলিম ধর্মগুরুদের। ইসলামের নামে মানুষদের হত্যা করা এবং গুলশানের হত্যাকাণ্ড নিয়ে মুসলিম সম্প্রদায়ের নেতাদের চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বলিউড অভিনেতা।

তার কথায়, “কোরান না পড়েই রমজান মাসে ইসলামের নামে মানুষ হত্যা করছে একদল লোক। এর ফলে ইসলামের বদনাম হচ্ছে। সেইসঙ্গে সমগ্র বিশ্বের মুসলমানদেরও বদনাম হচ্ছে। ইসলাম এই শিক্ষা দেয় না।” মুসলিম ধর্মগুরুদের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া ও এই রুপ বর্বর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেতা ইরফান খান।

৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে