শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২০:৫২

নতুন অতিথিকে নিয়েই সময় কাটছে বীণা মালিকের

নতুন অতিথিকে নিয়েই সময় কাটছে বীণা মালিকের

বিনোদন ডেস্ক :  বীণা মালিকের কোলে নতুন অতিথি।  তাকে নিয়েই এখন যত ব্যস্ততা তার।  বুধবার আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

সন্তান জন্মানোর পরই টুইট করে তিনি জানান, আমাদের দুনিয়ায় আমার ছোট্ট রাজকন্যাকে স্বাগত। সঙ্গে মেয়ের ছবিও পোস্ট করেন বীণা।  দু’বছরের ছেলে আব্রামের সঙ্গে মিলিয়ে বীণা মেয়ের নাম রেখেছেন আমল।

তিনি বলেছেন, কয়েক সপ্তাহ হাসপাতালে ছিলাম।  মেয়ে হওয়ায় আমি খুব খুশি।  আব্রাম আর আমলকে নিয়ে আমার প়ৃথিবীটা পরিপূর্ণ হলো।

সেলিব্রিটি রিয়ালিটি শো ‘বিগ বস’-এ এসে প্রথম নজর কাড়েন বীণা মালিক। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।  

২০১৩ সালে আসাদ বাসির খানের সঙ্গে দুবাইতে বিয়ে হয় তার।  এরপর থেকেই নিজেকে ফিল্মি দুনিয়া থেকে সরিয়ে নেন তিনি।  মেয়ে হওয়ার পর এখন মন দিয়ে সন্তানদের বড় করবেন বলেই জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে