বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০১৬, ০৬:২১:৫৩

ঈদে বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠলেন আমির খান

ঈদে বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠলেন আমির খান

বিনোদন ডেস্ক: গুলশনের সেই ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যে আবার বিস্ফোরণে কেঁপে উঠলো বাংলাদেশ। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজের সময় এ হামলা চালায় জঙ্গিরা। এখনো পর্যন্ত বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৪ জনের, আহত অনেকেই।

বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন বলিউডের অভিনেতা আমির খান। তিনি বললেন, সন্ত্রাসবাদের কোনো জাত হয় না। যারা নাশকতা চালাচ্ছে, তাদের ধর্মের সঙ্গে কোনো সম্পর্কও নেই।

ঈদের জমাতে বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন আমির খান। দ্ব্যর্থহীন ভাষায় বিভিন্ন সামাজিক বিষয়ে সর্বদা ভোকাল বলিউডের এই অভিনেতা বলেন, ‘যারা সন্ত্রাসবাদ ছড়ায়, যারা সন্ত্রাস করে, তাদের ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান যে ধর্মেরই হোক।’

বৃহস্পতিবার ঈদের দিনে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভ উগড়ে দেন আমির। হঠাৎই জঙ্গিবাদ বেড়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ৫১ বছর বয়সী এ অভিনেতা বলেন, ‘ওরা বলছে, ওরা নাকি ইসলামের জন্য এসব করছে। অথচ ওদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। কারণ যদি ওরা সত্যিই ধর্মের দেখানো পথে চলতো, তাহলে জানতো যে, ধর্ম আমাদের ভালোবাসতে শেখায়।
৭ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে