রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৬:৫৮

ছোট ছেলের জন্য হলুদ গাড়ি কিনলেন শাহরুখ

ছোট ছেলের জন্য হলুদ গাড়ি কিনলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : হায়দারাবাদ থেকে দিলওয়ালের শুটিং সেরে মুম্বাইয়ে ফিরেছেন শাহরুখ তবে ছোট ছেলে আবরামের জন্য গাড়ি কিনেই মন্নতে ফিরতে হয়েছে কিং খানকে।

মুম্বাইয়ের বিমানবন্দরে নেমে হঠাৎই একটি খেলনার দোকানে বলিউডের বাদশাহ। নিজের ব্যাস্ত সময়ের মধ্যে ইদানীং আবরামকেই সবথেকে বেশি সময় দিতে পছন্দ করছেন কিং খান। কখনও ইডেনের সবুজ ঘাসে ছেলের সঙ্গে ডিগবাজি, কখনও আবার সমুদ্র সৈকতে বোতলে বালি ভর্তি করার খেলায় মত্ত হয়েছেন বলিউডের 'দিলওয়ালে'।

শুটিং সেরে বাড়ি ফিরছেন, তাও আবার খালি হাতে? গৌরির কাছ থেকে নিস্তার পেলেও আবরামের কাছে কোনও ছাড় নেই। অগত্যা, গাড়ি কিনে তবেই বাড়ি। মুম্বাই বিমানবন্দরের খেলনার দোকান থেকে হলুদ রঙের একটি গাড়ি কিনেছেন কিং খান। এই গাড়ি পেয়ে ছেলে আব্রাম কতটা খুশি হবে, সেটা না জানা গেলেও কিং খানের 'পদধূলি'তে বেজায় খুশি ওই খেলনার দোকানের মালিক। বিমানবন্দরের বাকি দোকানদারীরা মজা করে বলছেন, ' শাহরুখ এখান থেকে শপিং করেছে। ব্যাস আর কি চাই? এটাই তো হিট বিজ্ঞাপন'।  
২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে