রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩০:৪২

রেকর্ড ভাঙল আমিরের পিকে

রেকর্ড ভাঙল আমিরের পিকে

বিনোদন ডেস্ক : ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত আমির খানে পিকে–র আয় ৬৫১ কোটি টাকা। ভারতীয় সিনেমার ইতিহাসে যা রেকর্ড। ভারতে রাজকুমার হিরানির ছবিটি মুক্তি পাওয়ার পরেই সাড়া ফেলেছিল দর্শক মহলে। পরে প্রযোজক বিধুবিনোদ চোপড়া ও পরিচালকের ইচ্ছেয় সেই ছবি ডাব করা হয় চীনা ভাষায়।

এই বছর মে মাসের ২২ তারিখে চীনের ৪৯০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় চীনা ভাষার পিকে। পিকে–র আগে দেশের বাইরে এত সংখ‍্যক প্রেক্ষগৃহে একসঙ্গে ভারতীয় ছবি মুক্তি পায়নি। সেদিক থেকে দেখতে গেলে রেকর্ড এটিও। চীন–সহ ভারতের বাইরে এই কয়েক মাসেই ছবিটি ৩০৩ কোটি টাকা আয় করে। তার আগে ভারতের বাজার থেকে ছবিটি তুলেছিল ৩৪৮ কোটি টাকা।

সব মিলিয়ে লাভের অঙ্ক ঠেকেছে ৬৫১ কোটিতে। অভিভূত রাজকুমার হিরানি বলেই দিলেন, রোজ তাঁকে অবাক করছে পিকে। এতটা সাড়া ফেলবে ছবিটি বানানোর সময়ে তিনি আদৌ আশা করেননি। তবে ভারতের বাইরে এতটা জনপ্রিয়তা আবারও প্রমাণ করল, যে কেবল দেশে নয়, সারা পৃথিবীতেই হিন্দি সিনেমার বাজার এখনও চাঙ্গা।

২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে