রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৪:৩৩

অস্তিত্বের সঙ্কটে রণবীর কাপুর

অস্তিত্বের সঙ্কটে রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : এই তো খুব বেশিদিন হয়নি, বছর দুয়েক হবে, সবে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পেয়ে রমরমিয়ে চলছে৷‌ ফিল্ম বিশেষ: থেকে সাধারণ মানুষ সবাই একবাক্যে মেনে নিচ্ছেন যে, কেউ যদি ‘খান’দের খানদানে আঘাত হানতে পারেন তাহলে সেটা হবেন তিনি, রণবীর কাপুর৷‌

একের পর এক ব্লকবাস্টার, বর্ণময় জীবনযাপন, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক– এই সবকিছু নিয়েই খবরের শিরোনামে ছিলেন রণবীর৷‌ যেখানে হাত দিচ্ছেন সোনা ফলছে৷‌ ‘জেন-ওয়াই’-এর প্রতিভূ এই তারকার জীবনে আকাশচুম্বী সাফল্য কিন্তু দীর্ঘস্হায়ী হল না৷‌ একে একে ‘বেশরম’, ‘বয়’ এবং ‘বোম্বে ভেলভেট’ মুখ থুবড়ে পড়ল৷‌ রাতারাতি তাঁর খ্যাতির রথের চাকা ব্যর্থতার মেদিনীতে প্রবেশ করতে লাগল৷‌

বলিউডে তাঁকে নিয়ে বেশ গুঞ্জন৷‌ নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক যেমন বলে ফেললেন, ‘ঔদ্ধত্যের কারণেই আজ রণবীরের এই পতন৷‌ নিজেকে সিনেমার থেকে বড় ভাবতে শুরু করেছিলেন৷‌’ কেউ কেউ আবার বললেন ‘ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দিতে গিয়েই তার এই বিপর্যয়৷‌’

আজ বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রাদের মতো নতুন তারকাদের আবির্ভাবে তিনি কি হারিয়ে যাবেন? না কি সমালোচকদের মুখে জবাব দিতে আবার ফিরে আসবেন রণবীর, তা সময়ই বলবে৷‌

২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে