বিনোদন ডেস্ক : কেরিয়ারের শুরুর দিন থেকেই সাফল্য তার নিত্য সঙ্গী৷ প্রথম ছবি ‘সাওয়ারিয়া’ তাকে দিয়েছিল ‘বেস্ট মেল ডেবিউট’-এর ফিল্মফেয়ার পুরস্কার৷ এরপর একে একে তার কাছ থেকে পেয়েছি ‘বাচনা অ্যায় হাসিনো’, ‘ওয়েক আপ সিদ’, ‘আজব প্রেম কী গজব কাহিনী’, ‘রকস্টার’, ‘ইয়ে জবানি হ্যায় দিবানী’, ‘বরফি’র মতো হিট ছবি৷
কিন্তু সাম্প্রতি সময়টা খুব একটা ভাল যাচ্ছে না রণবীর কাপুরের৷ নায়ক হিসবে শেষ যে তিনটি ছবিতে অভিনয় করেছেন, একটাও দাগ কাটতে পারেনি৷ না বাজারে, না সমালোচকদের মনে৷ ‘বেসরম’, ‘রয়’, ‘বম্বে ভেলবেট’-এ মন দিয়ে কাজ করেছেন রণবীর৷ তবে আমাদের মন ভরেনি৷
পরপর তিনটে ‘ফ্লপ’৷ হঠাৎ কী হল রণবীরের? প্রশ্ন করা হয়েছিল দীপিকা পাডুকনকে৷ বিষয়টি পাত্তা দিতেই নারাজ তিনি৷ তার মতে, প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর জীবনেই খারাপ সময় আসে৷ এই বছরের শেষে মুক্তি পাবে ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’৷ এই ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন দীপিকা৷ বলছেন, ‘রণবীর স্টার৷ প্রত্যেকের কেরিয়ারেই চড়াই-উৎরাই থাকে৷ মনে হয় না রণবীরের খারাপ সময় নিয়ে এর থেকে বেশি কিছু আমার বলা উচিত৷’
তবে ‘তামাশা’র সাফল্য নিয়ে আশাবাদী দীপিকা৷ ‘একটা ছবির সাফল্য বা ব্যর্থতায় দায় ছবির সঙ্গে যুক্ত সবার৷ কোনও একজনের দিকে কখনওই আঙুল তোলা উচিত নয়৷ তামাশায় আমরা সবাই খুব মন দিয়ে কাজ করেছি৷ আশা করি ছবিটা লোকের ভাল লাগবে৷’ ‘তামাশা’য় কাজ করার সুযোগ পেয়ে কতটা খুশি এদিন সে কথাও জানিয়েছেন তিনি৷
দীপিকা বলছেন, ‘ইমতিয়াজের পরিচালনায় রণবীর আগে রকস্টারে কাজ করেছে৷ আমি ইমতিয়াজের সঙ্গে কাজ করেছি লাভ আজ কালে৷ রণবীর আর আমি একসঙ্গে বাচনা অ্যায় হাসিনো, ইয়ে জবানি হ্যায় দিবানী করেছি৷ কিন্তু আমরা একসঙ্গে আগে কাজ করিনি৷ চাইছিলাম রণবীরের বিপরীতে একটা ছবি করতে, যে ছবির পরিচালনার দায়িত্বে থাকবে ইমতিয়াজ৷’
‘তামাশা’ ছবির পোস্ট প্রোডাকশন প্রায় শেষ৷ কিছুদিনের মধ্যেই ইউটিউবে দেখা যাবে এর ট্রেলার৷ এখন দেখার সাবেক প্রেমিকার সঙ্গে করা ছবি রণবীরের ভাগ্য ফেরায় কিনা!
২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি