রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১২:৩১

বলিউডে ‘খান’ বিহীন ঈদ কেমন চলছে?

বলিউডে ‘খান’ বিহীন ঈদ কেমন চলছে?

বিনোদন ডেস্ক : ঈদকে সামনে রেখে বলিউডে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে এতে মন ভরেনি খান ভক্তদের। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে নেই শাহরুখ, সালমান বা আমির খানের ছবি। অন্যান্য বছরে ঈদে সালমান খানের ছবি মুক্তি পেলেও এই বছরে ব্যতিক্রম দাবাং খান। ঈদে সালমানের ছবি মুক্তি না পাওয়ায় স্বভাবতই মন খারাপ সালমান ফ্যানেদের।

কাট্টি বাট্টি: ঈদের কয়েকদিন আগে ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নিখিল আদভানির রোমান্টিক কমেডি এই ছবি। বছরটা এমনিতেই কঙ্গনা রানাওয়াতের, সঙ্গে রয়েছে ইমরান- সাফল্য নিয়ে চিন্তিত ছিলেন না কর্তৃপক্ষ। ঈদ আনন্দে নতুন মাত্রা দিতে ছবিটি ইতোমধ্যেই সবার ঘরে ঘরে।

কিস কিস কো পেয়ার কারু: ছোটপর্দায় কমেডি কিং হিসেবে পরিচিত কপিল শর্মা এবার রূপালী পর্দা কাঁপাবেন আব্বাস-মাস্তানের এ ছবিতে। ঈদের দিনেই মুক্তি পাচ্ছে ছবিটি। ঈদের ছুটিতে নিঃসন্দেহে হাসির খোরাক জোগাবে ছবিটি।

ক্যালেন্ডার গার্লস: মধুর মানেই বাস্তব আর কল্পনার এক অনবদ্য ককটেল। বলা ভালো বাস্তব সমাজের এমন সব অনালোকিত কোণে তিনি আলো ফেলেন যে দর্শক চমকে যায়। ‘চাঁদনী বার' থেকে ‘পেজ থ্রি', ‘ট্রাফিক সিগনাল' হয়ে ‘ফ্যাশন'- মধুর ভাণ্ডারকারের ছবি মানেই নড়েচড়ে বসেন সকলে। এবার ঈদের প্রাপ্তি শোবিজ অঙ্গনের মেয়েদের জীবন জীবীকার কাহিনি নিয়ে 'ক্যালেন্ডার গার্লস'। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আকাঙ্খিত এ ছবিটি।

ভাগ জনি: যারা একটু থ্রিলার গোছের ছবি দেখতে পছন্দ করেন, তাদের জন্য এ ছবিটি। ভাটক্যাম্প প্রযোজিত এ ছবিতে শিবম নায়ারের পরিচালনায় দীর্ঘদিন পরে মূল ভূমিকায় অভিনয় করেছেন কুনাল খেমু। এ ছবিটিও মুক্তি পাচ্ছে ঈদের দিন।

মিরুঠিয়া গ্যাংস্টারস: ঈদের দিনে মুক্তি পাচ্ছে আরও একটি হাসির ছবি। মফস্বলের বন্ধুরা টাকা আয়ের সহজ উপায় হিসেবে বেছে নেয় অপহরণ- আর তারপরই ঘটতে থাকে মজার সব অঘটন। জিশান কাদরীর পরিচালনায় এ ছবিটি উৎসবে যোগ করবে আনন্দের নতুন মাত্রা।

সিং ইজ ব্লিং: ঈদের আগে কিংবা ঈদের দিন মুক্তি না পেলেও ২ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে ঈদ উপলক্ষ্যে। ২০০৮ সালে 'সিং ইজ কিং' ছবির সাফল্যের ধারাবাহিকতা রাখবে ছবিটি- এমন ধারনা সকলের। বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন এমি জ্যাকসন।

২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে