বিনোদন ডেস্ক : কমেডি কিং কাপিল শর্মার অভিষেকের সিনেমা 'কিস কিস কো প্যায়ার কারু' শুরুতেই দর্শক মাতাতে সক্ষম হয়েছে। সিনেমাটি মুক্তির দিনেই আয় করে নিয়েছে ১০ কোটি ১৫ লাখ রুপি। ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারসহ বলিউডের তারকারাও প্রথম দিনে সিনেমাটি দেখতে হলে যায়।
সিনেমাটির মুখপাত্র জানান, "কাপিলকে নিয়ে মানুষের উন্মাদনা বক্স-অফিসে আয়ের পারদ চড়াতে সাহায্য করেছে। পর্দায় নবাগত এক অভিনেতার জন্য এটা একটা দারুণ ব্যাপার।"
কাপিলের রোমান্টিক ও কমেডি সিনেমাটিতে অভিনয় করেছেন আরবাজ খান, এলি অ্যাব্রাম, সুপ্রিয়া পাঠক, ভারুন শর্মা, মাঞ্জারি ফার্নিস, সিমরান কওর মুন্ডি এবং সাই লোকুর।
বড় আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় এবং হল ফিরতি মানুষের মুখের কথায় সিনেমাটির আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জন অ্যাব্রাহাম, জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠির মতো তারকারা কাপিল শর্মাকে তার প্রথম সিনেমার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি