শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০৫:২৪:২৭

সানি লিওনের পারফরম্যান্সে মুগ্ধ এবার ওরাও

সানি লিওনের পারফরম্যান্সে মুগ্ধ এবার ওরাও

বিনোদন ডেস্ক: 'রইস'-এ আইটেম নাম্বারে কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে। তার পারফরম্যান্সে মুগ্ধ টিম 'রইস'। ঠিক তার পর পরই 'ফুড্ডু'-তে আরও একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সের সুযোগ পেলেন তিনি।

তিনি সানি লিওন। এই মুহূর্তে বি-টাউনের সেনসেশনের অন্য নাম। পরিচালক সুনীল সুব্রমণির ছবি 'ফুড্ডু'-তে অভিনয় করছেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ।

জানা গেছে, এটি একটি জমাটি প্রেমের গল্প। কিন্তু সানির উপস্থিতি বেশ নজরকাড়া হবে। যে গানের সঙ্গে সানি নাচবেন, সেটার শুরুতে ক্যাট-রণবীরের গলায় কবিতাও শোনা যাবে।

আপাতত অনুরাগ বসুর 'জগ্গা জাসুস'-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর-ক্যাটরিনা কিছুদিনের মধ্যেই এই ছবির শুটিং শুরু করবেন। ঘনিষ্ঠ মহলে সানি জানিয়েছেন, 'ফুড্ডু' তার কাছে বলি মহলের নেক্সট ট্রামকার্ড।
৯ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে