সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০২:০১:০৯

শাকিবের কাছেই হেরে গেলেন জিৎ

শাকিবের কাছেই হেরে গেলেন জিৎ

বিনোদন ডেস্ক : কমসংখ্যক সিনেমা হল নিয়েও যৌথ প্রযোজনার দুটি চলচ্চিত্র ব্যবসায়িক সাফল্যের দৌড়ে রয়েছে। ঢালিউডের কিং খান শাকিব খান `শিকারী' ছবি নিয়ে এক নাম্বারে রয়েছেন। অন্যদিকে শাকিবের পেছনে রয়েছেন কলকাতার হিরো জিৎ’র ‘বাদশা’ ছবিটি।

ঈদের দিন মুক্তি পাওয়া চার চলচ্চিত্রে এখনও জমজমাট সিনেমাপাড়া। হলে হলে দর্শকের উপচে পড়া ভীড় দেখে আশার আলো দেখছেন রাজধানীর হল মালিকরা। কোথাও কোথাও হল পূর্ণ হয়ে যাচ্ছে।

তবে বিগ বাজেটের এই চার ছবির দৌড়ে এখন পর্যন্ত ৯৮টি হলে মুক্তি পাওয়া শাকিব খান-শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ‘শিকারী’এগিয়ে রয়েছে। চলচ্চিত্রটিই এরই মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

অন্যদিকে ঢাকাই সিনেমার মূল প্রতিদ্বন্দ্বী শাকিব খানের বিপরীতে টিকে থাকার লড়াই করছেন কলকাতার হার্টথ্রব নায়ক জিৎ। যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটিও দর্শক টানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। সঙ্গী হিসেবে জিৎ পেয়েছেন ঢালিউডের নায়িকা নুসরাত ফারিয়াকে। ‘বাদশা’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ৫৮টি হলে।

তবে হল সংগঠকদের দাবি ‘ওয়ান এবং টু’ অবস্থান দখল করে আছে যৌথ প্রযোজনার দু’টি ছবি। চারটি ছবির মধ্যে শাকিবের ‘শিকারী’ ও জিতের ‘বাদশা’ ওয়ান এবং টু পজিশনে রয়েছে। শাকিব খান ঢালিউডের নাম্বার ওয়ান হিরো পাশাপাশি ভিন্ন লুকে সিনেপর্দায় আসায় জিৎকে পেছনে ফেলে এক নাম্বারে আছেন এখনো।

অন্যদিকে জিতের মধ্যে দর্শক বৈচিত্র্য খুঁজে পেয়েছে। নতুন শিল্পী হিসেবে তার সিনেমা বাদশা’র ব্যবসা বেশ ভালো। অন্যদিকে ‘শিকারী’ এক নাম্বারে আছে। -চ্যানেল আই
১১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে