সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০৫:২৫:০৩

‘মিস ট্রান্স’ বিশ্বসুন্দরী আরব নারী তালিন আবু হানা

‘মিস ট্রান্স’ বিশ্বসুন্দরী আরব নারী তালিন আবু হানা

বিনোদন ডেস্ক : ইজরায়েলের মিস ট্রান্সজেন্ডার হলেন এক আরব খ্রিষ্টান মহিলা। নাম তালিন আবু হানা৷ ইজরায়েলে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার সুন্দরী। এই ট্রান্সজেন্ডার সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ১১জন৷ এই পন্থায় বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা৷

‘বিউটি কুইন হওয়াটা বড় কথা নয়,’ বলেছেন তালিন আবু হানা। তাকে বিজয়ীর মুকুট পরানোর পর তিনি বলেন, ‘কেউ আমাদের বলবে, কে বেশি সুন্দরী, তার প্রয়োজন নেই আমাদের – আমরা সকলেই বিউটি কুইন৷’ পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন থাইল্যান্ডে গিয়ে অপারেশন করানোর জন্য সাড়ে তেরো হাজার ইউরো৷ ইজরায়েলে তাকে বৈষম্যের সম্মুখীন হতে হয় বলে জানিয়েছেন তিনি৷

২১ বছর বয়সী ব্যালে-নর্তকী হানা আগামী সেপ্টেম্বরে স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক ‘মিস ট্রান্স স্টার’ প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধিত্ব করবেন৷ এই বিউটি কন্টেস্ট দিয়ে এ বছর তেল আভিভের এলজিবিটি ফেস্টিভাল শুরু হচ্ছে৷ শহরটি মধ্যপ্রাচ্যে এলজিবিটি মহলের ঘাঁটি বলে পরিচিত৷ ফেস্টিভালের উদ্দেশ্য হল ‘উওমেন ফর চেঞ্জ’৷

‘মিস ট্রান্স’ সুন্দরী প্রতিযোগিতা সৃষ্টি করেছেন স্টেফানি লেভ, যিনি ইজরায়েলের নাগরিক ও নিজে ট্রান্সদের পছন্দ করেন৷ তার আশা, এই প্রতিযোগিতার মাধ্যমে ট্রান্সজেন্ডারের মানুষেরা আরো বেশি স্বীকৃতি পাবেন৷
১১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে