বিনোদন ডেস্ক : ভারতে বাঙালি দর্শকের পুজোর আনন্দ বাড়িয়ে দিতে আসছে শ্রাবন্তী অভিনীত দু’টি সিনেমা। তবে তিনি কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। বরং ডাবল পুজো রিলিজে খানিকটা টেনশনেই আছেন এই অভিনেত্রী।
এবার পুজোয় জামা-জুতো এক সেট করে হতে পারে, কিন্তু হাতে সিনেমা কিন্তু পাঁচ পাঁচটা। পাঁচের দৌড়ে শ্রাবন্তীর সিনেমা দুটো। একটি বিরসা দাশগুপ্তর ‘শুধু তোমারই জন্য’৷ অন্যটি রাজ চক্রবর্তীর ‘কাঠমুন্ডু’। দুটোই মাল্টিস্টারার ছবি।
একটিতে শ্রাবন্তীর সঙ্গে আছেন দেব, সোহম, মিমি। অন্যটিতে আছেন আবির, সোহম, রুদ্রনীল, মিমি। দুটো ছবিই যে জমকালো তা আর বলার অপেক্ষা রাখে না। দুটো ছবি ঘিরে তাই প্রত্যাশাও কম নয়। তাই একই দিনে দুটো ছবির মুক্তি ঘিরে খানিকটা টেনশনেই আছেন শ্রাবন্তী।
‘এবারের পুজোটা সত্যি ভীষণ স্পেশাল। একই দিনে দু’দুটো রিলিজ আছে। টেনশনেও আছি তাই’ বললেন শ্রাবন্তী।
তবে বাঙালি দর্শকের উপর তার ভরসা আছে। যে দর্শক তাকে বরাবর ভালোবাসা দিয়েছেন, তাদের উপরেই টেনশন কাটানোর ভারও ছেড়ে দিয়েছেন তিনি।
‘আমাদের দর্শকরা, যারা আমাদের ভালবাসে তারা এতদিনে দুটো ছবিকেই যথেষ্ট ভালোবেসেছে। আশা করি আরও উপরে তারা দুটো ছবিকেই নিয়ে যাবেন’ এমন আশা শ্রাবন্তীর৷
দু’টো ছবি দুই ঘরানার। বিরসা দাশগুপ্তর ছবিতে যেখানে সম্পর্কের টানাপোড়েন, চিরন্তন ভালোবাসার ধারণা নিয়ে নাড়াচাড়া, সেখানে ‘কাঠমুন্ডু’ খানিকটা মজার ছলে বর্তমান সময়ের সিরিয়াস এক ইস্যুর দিকে মুখ ফেরানোর প্রয়াস।
পুজোর সিনেমা বলতে ছিল দর্শকের হাতে থাকত একটি কিংবা দুটো ছবিই। এবার আছে পাঁচটি। শ্রাবন্তীর এ দুটি ছবি ছাড়াও আছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’, অঞ্জন দত্তর ‘ব্যোমকেশ’ ও অভিজিৎ গুহ-সুদেষ্ণা রায় জুটির ‘ক্রস কানেকশন ২’৷
কিন্তু একেবারে পাঁচ পাঁচটা ছবিমুক্তি ইন্ডাস্ট্রির জন্য কতখানি স্বাস্থ্যকর সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সেই প্রশ্নের জটিলতা থেকে বেরিয়ে শ্রাবন্তীর ভরসা জনতা জনার্দনই। টেনশন থাকলেও, দর্শকের ভালোবাসাতেই তা কাটবে বলে আশা তার।-কলকাতা২৪
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন