সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০৮:২৯:৪৮

অল্প সময়ের মধ্যে দুই’শ কোটির ক্লাবে ঢুকেছে যে ৯ হিন্দি ছবি

অল্প সময়ের মধ্যে দুই’শ কোটির ক্লাবে ঢুকেছে যে ৯ হিন্দি ছবি

বিনোদন ডেস্ক : জ্যোতিষীদের ভবিষ্যৎ বাণী ছাপিয়ে গিয়ে হিন্দি সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ল বলিউডের একমাত্র ব্যাচেলর খান সালমানের ‘সুলতান’। এই ছবি যে দারুণ ব্যবসা করবে, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। কিন্তু, এত ভাল ব্যবসা করবে তা হয়তো বুঝতে পারেননি ফিল্ম-ক্রিটিকরাও। মুক্তি পাওয়ার পর মাত্র তিন দিনের মধ্যেই ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘সুলতান’। এর আগে যে আটটি হিন্দি ছবি খুব কম সময়েই দুই’শ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল। তবে এর মধ্যে রয়েছে সালমান খানেরই চারটি ছবি। তাহলে এবার জেনে নেয়া যাক সেই ৮টি সিনেমা সম্পর্কে।

২. ২০১৫ সালে ‘বাজরাঙ্গী ভাইজান’ ছবিতে মুন্নিকে সঙ্গে নিয়ে এসেছিলেন ‘ভাইজান’ সালমান। এই ছবি ন’দিনের মধ্যেই দুই’শ কোটির বাউন্ডারি পেরিয়েছিল।

৩. ভিন গ্রহের বাসিন্দা হয়ে ‘পিকে’ ছবিতে তাক লাগিয়ে দিয়েছিলেন পারফেকশনিস্ট আমির। এই ছবিটিও দুই’শ কোটির ব্যবসা করেছিল ন’দিনেই।

৪. প্রথম দিকে ‘ধুম-থ্রি’ বক্স অফিস কাঁপাতে না পারলেও ন’দিনের মাথায় দুই’শ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল এই ছবিটি।

৫. হৃত্বিক-প্রিয়ঙ্কা এবং কঙ্গনা অভিনীত ‘কৃষ-থ্রি’ ছবিটির দুই’শ কোটির কোঠায় ঢুকতে সময় লেগেছিল ১০ দিন।

৬. সালমান খানের ‘কিক’ ছবিটি দুই’শ কোটি টাকা ব্যবসা করতে সময় নিয়েছেল ১১ দিন।

৭. শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’-এর দুই’শ কোটির ব্যবসা করতে সময় লেগেছিল ১৫ দিন।

৮. সালমান খান-সোনম কাপুরের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটিও ১৪ দিনের মাথায় দুই’শ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল।

৯. ফারহা খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়র্ক’ ছবিটি দুই’শ কোটির ক্লাবে ঢুকেছিল ১৯ দিনের মাথায়।
১১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে