মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ০৮:১১:২৪

আমেরিকায় ফিরে গেলেন মোনালিসা

আমেরিকায় ফিরে গেলেন মোনালিসা

বিনোদন ডেস্ক : প্রায় চারবছর স্বামী-সংসার নিয়ে যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। সেখানে কিকো মিলানো নামে একটি কসমেটিকস ব্র্যান্ডের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন মোনালিসা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পাট চুকিয়ে গত ৫ এপ্রিল দেশে এসেছিলেন তিনি। দেশে ফিরেই জানিয়েছিলেন, অভিনয়ে নিয়মিত হবেন। কথা মতো অভিনয়েই নিজেকে সঁপে দেন। জানান দেন, তিনি এখন ফুরিয়ে যাননি। আর সেই সাথে মোনালিসার ভক্তদেরও দীর্ঘদিনের আক্ষেপ ঘুচতে থাকে। কিন্তু মাঝপথে আবারো গতকাল সোমবার দেশ ছেড়ে পাড়ি দিলেন আমেরিকায়।

এবার দেশে ফেরার পর এক বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে তার আবারো যাওয়ার কথা রয়েছে। তবে সিদ্ধান্ত বদলও হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করতে পারেননি জনপ্রিয় এই মডেল। হঠাৎ করে আবারও যুক্তরাষ্ট্রে চলে গেলেন তিনি।

সেখানে যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার বলার কিছুই নেই। আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং ভক্তদের অনেক মিস করব। বাংলাদেশকে ভালোবাসি। শিগগির দেখা হবে।’

এদিকে, এবার বিভিন্ন চ্যানেলে ঈদ অনুষ্ঠানমালায় মোনালিসা অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। দেশে ফেরার পরই বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনের কাজ করেছিলেন তিনি। এবার ঈদে তার ক্যারিয়ারের সর্বোচ্চ নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গেছে। ঈদের তার নাটকগুলো বেশ প্রশংসিত হয়েছে।

ঈদে প্রচারিত তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— ঈদ ধারাবাহিক নাটক এস এ হক অলিকের ‘ভালোবাসা ভালোবাসি’, সাগর জাহানের ‘অ্যাভারেজ আসলাম’, সাজিন আহমেদ বাবুর ‘কিড সোলায়মান’ ও মোস্তফা কামাল রাজের ‘চুপি চুপি’তে তাকে অভিনয় করতে দেখা গেছে। এ চারটি ঈদ ধারাবাহিক চারটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। এছাড়া আরো বেশ কয়েকটি একক নাটকেও ছিল মোনালিসার অনবদ্য উপস্থিতি। অন্যদিকে মোনালিসার অভিনয়ে অনন্য ইমন পরিচালিত ‘ফিনিক্স ফ্লাই’ নাটকটি আগামীকাল ঈদের ৭ম দিন এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম, সজল, ইমন, সাজু খাদেম প্রমুখ।

এদিকে এবার মোনালিসাকে ‘যমুনা ফ্যান’-এর বিজ্ঞাপনেই মডেল হতে দেখা গেছে।
১২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে