বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০২:২১:১৬

‘সুলতান’-এ সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

‘সুলতান’-এ সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক : পাঁচদিনেই বিশ্ব জোড়া ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সালমান খানের ‘সুলতান৷’ সব রেকর্ডকে পিছনে ফেলে হট-কেকের মতো বক্স-অফিসে কাঁপাচ্ছে এই ব্লকবাস্টার৷ তা সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়ছে না সালমানের৷ ভাইজানের বিরুদ্ধে এবার মামলা ঠুকে দিলেন জনৈক মোহাম্মদ সাবির আনসারি৷

কে এই সাবির আবির আনসারি? কেনই সালমানের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি? ভারতের মুজাফফরপুরের বাসিন্দা সাবিরের দাবি, তার জীবনকাহিনীর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘সুলতান’ ছবিটি৷ সত্ত্ব বাবদ তাকে ২০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউড সুপারস্টার৷ কিন্তু সেই অর্থ এখনও হাতে পাননি সাবির৷

সেই কারণেই গত ৮ জুলাই সালমান, ছবির নায়িকা অনুষ্কা শর্মা ও পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা রুজু করেন তিনি৷ তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রতারণা), ৪০৬ (বিশ্বাসঘাতকতা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান) ও ৫০৬ (হুমকি) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

সাবিরের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০১০ সালে সাবির নিজের জীবনের গল্প সালমানকে শুনিয়েছিলেন৷ তখনই ‘দাবাং খান’ বলেছিলেন, এই গল্প নিয়ে যদি কোনও ছবি তৈরি হয়, তবে সাবিরকে রয়ালটি দেবেন তিনি৷ কিন্তু প্রতিশ্রুতি রাখেননি তিনি৷ মঙ্গলবার স্থানীয় আদালতে মামলার শুনানি ছিল৷ মামলাটি সেখান থেকে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি ২৬ জুলাই৷

বলিউডে এমন ঘটনা অবশ্য নতুন নয়৷ এর আগেও আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবির গল্পের জন্য রয়ালটি দাবি করেছিলেন লেখক চেতন ভগৎ৷ শাহরুখ খানের ‘ফ্যান’এর গল্পও আসল জীবন থেকে চুরি করা বলে দাবি তোলা হয়েছিল৷ একইভাবে বিপাকে পড়লেন সালমান৷

ইতিমধ্যেই ‘হিট অ্যান্ড রান’ ও হরিণ শিকারের মামলায় জর্জরিত বলিউডের ‘ব্যাড বয়’৷ গোদের উপর বিষফোঁড়ার মতো আরও একটা মামলায় নাম জড়াল তার৷ কুস্তির রিংয়ে তো কোটি কোটি ভক্তের মন জয় করেছেন ‘সুলতান’ সালমান৷ কিন্তু ‘আসলি জিন্দেগি’তে কি জিততে পারবেন তিনি, সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে৷
১১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে