বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ১০:৩৮:৩০

শুরুতেই ২০০ কোটির ক্লাবে বলিউডের যেসব সিনেমা

শুরুতেই ২০০ কোটির ক্লাবে বলিউডের যেসব সিনেমা

বিনোদন ডেস্ক : বলিউডের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে সালমান খানের ‘সুলতান’। আগে থেকেই ধারণা ছিল ভালো ব্যবসা করবে ছবিটি। কিন্তু এত ভাল করবে তা কেউ চিন্তাও করতে পারেননি।

রিলিজ হওয়া মাত্র তিন দিনের মধ্যেই দু’শো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘সুলতান’। তবে এরআগে এমন আটটি সিনেমা খুব কম সময়েই দু’শো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল।

পিকে: রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ ছবিটি  মাত্র নয় দিনে দু’শো কোটির ক্লাবে প্রবেশ করে। এই সিনেমায় ভিন্ন গ্রহের বাসিন্দা চরিত্রে আমির খান সবাইকে তাক লাগিয়ে দেন।

বাজরাঙ্গি ভাইজান: ২০১৫ সালে মুক্তি পাওয়া কবির খান পরিচালিত ‘বজরাঙ্গী ভাইজান’ নয় দিনে দু’শো কোটির বাউন্ডারি ছাড়িয়েছেন। ছোট্ট মুন্নিকে নিয়ে সাল্লু ভাইয়ের অসাধারণ অভিনয় দর্শকদের মনে দারুণ দাগ কেটে।

কৃশ-থ্রি: ‘কৃশ’ সিকুয়্যালের হৃতিক-কঙ্গনা অভিনীত ‘কৃশ-থ্রি’ ছবিটি দু’শো কোটির ক্লাবে ঢুকেছিল মাত্র ১০ দিনে।

ধুম-থ্রি: আমির খান-ক্যাটরিনা অভিনীত প্রথম জুটিবদ্ধ সিনেমা ধুম সিকুয়্যালের ‘ধুম-থ্রি’ ছবিটি নয় দিনে দু’শো কোটির ক্লাবে ঢুকতে সক্ষম হয়েছিল।

কিক: অ্যাকশন ঘরনার সালমান খান ও জ্যাকুলিন অভিনীত প্রথম জুটিবদ্ধ ‘কিক’ এগারো দিনে দু’কোটির ক্লাবে ঢুকেছিল।

চেন্নাই এক্সপ্রেস: রোহিত শেঠি পরিচালিত শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ দু’শো কোটির ক্লাবে পৌঁছায় এগারো দিনে।

প্রেম রতন ধন পায়ো: সালমান খান ও সোনম কাপুর রোমান্টিক ঘরনার ছবি প্রেম রতন ধন পায় ছবিটি দু’শো কোটির ক্লাবে ঢুকে এগারো দিনে।

হ্যাপি নিউ ইয়ার: ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি উনিশ দিনের মাথায় দু’শো কোটির ক্লাবে ঢুকতে সক্ষম হয়েছিল। -চ্যানেল আই
১৩ জুলািই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে