বিনোদন ডেস্ক : মুক্তির আগে ফারিয়া অভিনীত ‘আশিকী’ আলোচনা সৃষ্টি করলেও মুক্তির পর দর্শক টানতে ব্যর্থ হচ্ছে এ ছবিটি। তবে এবারের ঈদের বরাবরের মতো দর্শক টেনে নিচ্ছে শাকিব খান অভিনীত ‘রাজাবাবু’।
এদিকে ‘রাজাবাবু’ ছবির বিরুদ্ধে নকলের অভিযোগসহ নানা সমালোচনার পরেও হলে দর্শকের উপস্থিতি বদলে দিয়েছে সব হিসেবনিকেশ।
জানা গেছে, এবারের ঈদে দেশের ১৬০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাজাবাবু’। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিটিতে আছেন অপু বিশ্বাস ও ববি হক। মুক্তির আগেই ছবিটির বিরুদ্ধে অভিযোগ ওঠে তামিল ছবি থেকে হুবহু গল্প নকল করার। এছাড়া ছবিটির ট্রেলার নিয়েও বেশ সমালোচনা হয়েছে।
তবে এসব সমালোচনা ধোপে টেকেনি শাকিব ভক্তদের কাছে। ঈদের প্রথম দিন থেকেই হলে হলে ভিড় জমে দর্শকের। বিশেষ করে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন এ ভিড় আরও বাড়ে। অনেক হলেই দর্শকরা সিট না পেয়ে দাড়িয়ে দাড়িয়েও ছবি দেখেছেন। অনেক হলে টিকেট বিক্রি হয়েছে ব্ল্যাকে।
এই যখন অবস্থা, তখন নুসরাত ফারিয়ার ঘর প্রায় খালি। হাতে গোনা কিছু দর্শক ছবিটি দেখছেন। সারাদেশের ১০৫টি সিনেমা হরে ছবিটি মুক্তি পেলেও প্রথম দিন ছবিটি দর্শক পায়নি বললেই চলে। দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটির দর্শক কিছুটা বেড়েছে।
তবে তা শাকিব খানের সঙ্গে টক্কর দেওয়ার মতো যথেষ্ট নেই। যদিও জাজ মাল্টিমিডিয়ার ছবি হওয়ায় ছবিটি নিয়ে বেশ আগ্রহ ছিল অনেকের। এছাড়া ছবি মুক্তির আগেই ছবির একাধিক গান দর্শক হৃদয় জয় করেছিল।
২৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন