বিনোদন ডেস্ক : ভারত থেকে অবৈধভাবে মালামাল এনে দেশের বাজারে বিক্রি করছেন শাবনূর! তাহলে তিনি চোরকারবারিতে জড়িয়ে পড়েছেন! এ ঘটনায় তার পিছু নিয়েছে পুলিশও।
তবে ধরা না দিয়ে পুলিশ অফিসারের সঙ্গে নানা ঘটনায় জড়িয়ে পড়েন শাবনূর। এসব কিন্তু বাস্তবে নয়। এটি হচ্ছে শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবির গল্প।
কিছুদিন আগে এফডিসির এক নাম্বার ফ্লোরে একটি গানের এবং খন্ড কিছু দৃশ্যের শুটিংয়ের মাধ্যমে ছবিটির ক্যামেরা ক্লোজ করেন পরিচালক বদিউল আলম খোকন।
ঈদের পরপরই সেন্সরে দেওয়া হবে ছবিটি এবং আগামী বছর প্রথম দিকে মুক্তি দেওয়া হবে।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, সাড়ে তিন বছর আগে আমার ওস্তাদ এম এম সরকারের পরিচালনায় শুরু হয়েছিল ছবিটির শুটিং। পঞ্চাশ ভাগ শুটিং শেষে তিনি মারা যান।
তিনি বলেন, এম এম সরকার মারা যাওয়ার পর প্রযোজক আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একবাক্যে রাজি হই ছবিটির বাকি কাজ করার জন্য। কিন্তু নানা জটিলতার কারণে ছবিটি শেষ করতে একটু সময় গেলেছে। এরইমধ্যে ক্যামেরা ক্লোজ করেছি। ঈদের পরপরই সেন্সরে জমা দেব।
২৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন