বিনোদন ডেস্ক : প্রেমের সম্পর্কের স্পাইসি গসিপে পেজ-থ্রির শিরোনামে আসা বলিউডের তারকাদের কাছে পান্তাভাতের মতো। কখনো ছবির প্রচারের স্বার্থে ভুয়ো সম্পর্ক, কখনো বা পাপারাৎজিদের তৈরি কাগুজে সম্পর্কে জড়িয়ে পড়েন তারকারা। বলিউডে এমন ভুয়া সম্পর্কের উদাহরণ রয়েছে ভূরি ভূরি।
শাহরুখ-প্রিয়ঙ্কা : ‘ডন ২’ মুক্তি পাওয়ার আগে বলিউড পাড়ায় শোনা গিয়েছিল জোর গুজব। গোপনে নাকি প্রেম করছেন
পিগি চপস আর কিং খান। কিন্তু পরে বোঝা যায়, সবটাই আসলে ছিল পাবলিসিটি স্টান্ট।
ইমরান-জেনেলিয়া ডি’সুজা : শোনা গিয়েছিল ইমরান খানের সঙ্গে নাকি মন দেয়া নেয়া হয়ে গিয়েছে জেনেলিয়ার। কিন্তু ইমরান নন, শেষ পর্যন্ত দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড রীতেশ দেশমুখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন জেনেলিয়া।
জন-ক্যাটরিনা : কবীর খানের ‘নিউ ইয়র্ক’ ছবি মুক্তি পাওয়ার আগে গুজব ছড়িয়েছিল জন আর ক্যাটরিনার মধ্যে
নাকি গভীর প্রেম পর্ব চলছে। কিন্তু, ছবি মুক্তির পর দেখা যায় সবটাই ছিল ভুয়া।
হৃত্বিক-বারবারা : ‘কাইটস’-এ তাদের দুর্দান্ত অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল দেখার মতো। কিন্তু শোনা গিয়েছিল, অফস্ক্রিনেও নাকি জমে উঠেছে হৃত্বিক রোশন আর বারবারা মোরির সম্পর্ক। শোনা গিয়েছিল, এই সম্পর্কের কারণে নাকি সমস্যায় পড়ছে হৃত্বিক-সুজানের সম্পর্কেও। কিন্তু ‘কাইটস’ মুক্তি পাওয়ার পর দেখা যায় সবটাই ছিল গিমিক।
সালমান-আসিন : সালমানের সঙ্গে নাম জড়ায়নি ইন্ডাস্ট্রিতে এমন নায়িকা কমই আছেন। তবে ‘রেডি’ এবং ‘লন্ডন ড্রিমস’
ছবির নায়িকা আসিনের সঙ্গে ভাইজানের নাম জড়িয়েছিল ছবির পাবলিসিটির জন্য।
শহিদ-অমৃতা : তাদের ‘ইশক ভিশক’ এবং ‘বিবাহ’ ছবির সময় বলিউডে জোর গুজব উঠেছিল শহিদ কাপুর আর অমৃতা রাওয়ের মধ্যে সত্যিই নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু এই প্রেমের ব্যাপারে কখনো মুখ খোলেননি তারা।
অক্ষয়-প্রিয়াঙ্কা : শাহরুখ খানের পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রিয়াঙ্কার। তবে সবটাই ছিল রিউমার।
শহিদ-বিদ্যা : ‘কিসমত কানেকসন’ ছবির সময় শহিদ-বিদ্যার সম্পর্ক নিয়ে মিডিয়ায় তোলপাড় হয়েছিল। কিন্তু শহিদের
কিসমতে ছিলেন মীরা আর বিদ্যার কিসমতে অবশ্যই সিদ্ধার্থ রায় কাপুর।
১৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই