বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৭:২৫:২৭

ছোটপর্দার অভিনেতার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে দীপিকার আপত্তি!

ছোটপর্দার অভিনেতার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে দীপিকার আপত্তি!

বিনোদন ডেস্ক : কয়েক দিনের মধ্যেই সঞ্জয় লীলা বনশালি তার ‘পদ্মাবতী’ ছবির অভিনেতা-অভিনেত্রীর নাম ঘোষণা করার কথা বলেছিলেন। কিন্তু এরমধ্যেই ‘পদ্মাবতী’-র আকাশে সিঁদুরে মেঘ। ছবির প্রধান চরিত্র পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করার কথা দীপিকা পাড়ুকোন, আর তার স্বামীর চরিত্রে অভিনয় করার কথা ভিকি কৌশলের। কিন্তু এতেই আপত্তি দীপিকার। সূত্রের দাবি, ছবিতে দীপিকার তার স্বামীর সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, যা দীপিকা একজন ছোটপর্দার অভিনেতার সঙ্গে করতে নারাজ।

‘পদ্মাবতী’ ছবিটির চিত্রনাট্যটি মূলত সম্রাট আলাউদ্দীন খিলজির চিত্তরের রানী পদ্মাবতীর প্রতি তার আকর্ষণ নিয়ে তৈরি হওয়া গল্প। ছবিতে আলাউদ্দীন খিলজির চরিত্রে অভিনয় করছেন দীপিকার বাস্তব জীবনের ভালোবাসা রণবীর সিংহ। তবে বলিউড পাড়ার খবর, দীপিকার আপত্তি এবং ছবির অন্য অভিনেতাদের তুলনায় কম গুরুত্বপূর্ণ চরিত্র থাকায় বনশালির ‘পদ্মাবতী’ ছেড়ে দিয়েছেন ভিকি। এই ছবিরও চিত্রনাট্য লিখছেন প্রকাশ কপাডিয়া।

প্রসঙ্গত, ‘রামলীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’র পর, ফের একবার এই ছবির সৌজন্যে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বনশালি-দীপিকা-রণবীরের এই সফল ত্রয়ী।
২০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে