বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০৫:২৫:৩৯

কপিল শর্মার ওপর চটেছেন এ আর রহমান!

কপিল শর্মার ওপর চটেছেন এ আর রহমান!

বিনোদন ডেস্ক : অন্যদের সঙ্গে তফাত্‍ টা ঠিক বুঝে উঠতে পারেননি কমেডিয়ান আলি আসগার(দাদী)। আর তাতেই বেজায় চটে গেলেন এ আর রহমান।

কপিল শর্মার শো এ বিশেষ অতিথির আসনে সদ্য এসে ছিলেন এ আর রহমান। প্রথমে এই শো এ কমেডিয়ানদের কমেডিতে বেশ ভালোই মজা পাচ্ছিলেন তিনি। তবে লক্ষ্মৌই বেগমের সাজে আলি আসগার পারফর্ম করতে আসার পরই ধীরে ধীরে খোশমেজাজ থেকে গম্ভীর হতে থাকেন রহমান। আলির পারফরম্যান্স সকলেরই জানা।

চেনা ছকে তিনি সবার মতো রহমানের সঙ্গেও ঠাট্টা করতে বিন্দুমাত্র পিছপা হলেন না। আর তাতে খানিক অস্বস্তিতে পড়লেন রহমান। খানিক পরে  বিরক্ত হয়ে বলেই বসলেন 'no touching' বুঝুন কান্ড! এতেই শেষ নয়, এ আর রহমান চটেছেন সঞ্চালক কপিল শর্মার ওপরই। সঠিক ভাবে হোমওয়ার্ক না করেই রহমানের কেরিয়ার নিয়ে ভুল মন্তব্য করেছেন কপিল। এমনই দাবি এ আর রহমানের বন্ধুর।

২১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে