বিনোদন ডেস্ক : চার বছর আগে দেব ও শুভশ্রীর শেষ ছবি ছিল ‘খোকা ৪২০`। এরপর আর সুপারহিট এ জুটিকে দেখা যায় নি কোনো ছবিতে। সম্প্রতি রবি কিনাগীর ‘লে খোকা’ ছবিতে জুটি বেঁধেছিলো তারা। কিন্তু মাঝপথেই বাদ পড়েছেন শুভশ্রী।
এদিকে এই জুটিকে আবারো পর্দা নিয়ে আসছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তার নতুন ছবি ‘ধূমকেতু’তে। ফলে সফল এ জুটিকে একটু দেরীতে হলেও এক সঙ্গে আবার দেখা যাবে।
এই সিনেমাটির শ্যুটিং শুরু হবে পূজার আগে। ছবির প্রযোজনা করছেন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার রানা সরকার।
কাস্টিং যদি হয় এই ছবির অন্যতম চমক, তা হলে দ্বিতীয় চমক অবশ্যই প্রযোজক হিসেবে দেব-এর অভিষেক। এই প্রথম কোনও ছবির প্রযোজনা করছেন ঘাটালের তৃণমূল সাংসদ। ‘ধূমকেতু’র ওপেনিং ক্রেডিটে প্রথমবার দর্শক দেখতে পাবেন ‘দেব এন্টারটেনমেন্ট প্রোডাকশনস’ এর টাইটেল কার্ড।
কিন্তু সেটা পরের কথা। কী এমন হল এর মধ্যে যে, প্রসেনজিৎ-ঋতুপর্ণার কামব্যাকের মতোই দ্বিতীয় এত বড় ‘কাস্টিং ক্যু’ করে ফেলল টিম ‘ধূমকেতু’?
দেব বলেন, ছবির পরিচালক কৌশিক এবং রানা সরকার দু’জনেরই মনে হয়েছে এই চরিত্রটির জন্য শুভশ্রী সবচেয়ে উপযুক্ত। ওরা আমাকে জিজ্ঞেস করে আমার কোনও অসুবিধা আছে কি না। আমি সঙ্গে সঙ্গেই জানাই, আই হ্যাভ নো প্রবলেমস। দেবের বাড়িতে বসে প্রায় একই কথা বলেন শুভশ্রীও।
শুভশ্রী বলেন, আমি এই ছবিটা করছি কারণ গল্পটা দুর্দান্ত। এত ভাল স্ক্রিপ্ট আমি খুব কম পড়েছি। কৌশিকদার সঙ্গে কাজ করাটা স্বপ্নের। আর দেবের সঙ্গে কোনও ঝামেলা নেই আমার। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষ পাল্টায়। দু’জনে মন দিয়ে শুধু ছবিটা করতে চাই।
২৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন