বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ১০:৫০:০৬

নায়িকা বদল

নায়িকা বদল

বিনোদন ডেস্ক: সোনাক্ষী সিংহের বদলে পরিণীতি চোপড়াকে দেখা যেতে পারে ‘দবং‌ থ্রি’এ। ‘সুলতান’এর সাফল্যের পর সলমন খান খুব তাড়াতাড়ি পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং শুরু করবেন। সেটার কাজ শেষ হলে শুরু হবে ‘দবং থ্রি’এর কাজ। তবে এবার আর রাজ্জোর চরিত্রে ফিরছেন না সোনাক্ষী সিংহ। শোনা যাচ্ছে, নির্মাতাদের রাজ্জোর চরিত্রের জন্য পরিণীতিকেই সবচেয়ে মানানসই মনে হয়েছে। সম্প্রতি সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানের পর পরিণীতি আর সলমনকে একসঙ্গে বেশ কিছুটা সময় কাটাতেও দেখা গিয়েছে। তাতেই জল্পনা আরও বেড়েছে। কিন্তু ‘দবং’এর মতো হিট ফ্র্যাঞ্চাইজি কেন ছাড়ছেন সোনাক্ষী? বিশেষ করে যখন এই ছবি দিয়েই তাঁর কেরিয়ারের উত্থান? বলি-মহলের খবর, আরবাজ খানের প্রযোজনায় ‘ডলি কি ডোলি’ প্রথমে সোনাক্ষীকেই অফার করা হয়েছিল। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকেই ভাইজান ক্ষেপেছেন সোনার উপর। তাতেই হয়তো ভাগ্য খুলে গেল পরিণীতির!-এবেলা
২১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে