বিনোদন ডেস্ক : পাইরেসি, পাইরেসি, পাইরেসি। একের পর এক সিনেমা প্রকাশ হয়ে যাচ্ছে অনলাইনে। ধরা খাচ্ছে সিনে-বাজার। প্রশ্ন এখন, রজনী বা সালমানের মত সুপারস্টারদের ছবিও কি পাইরেসির ফলে ক্ষতিগ্রস্ত হয়? প্রশ্নের মুখে ‘কাবালি’। ৫ দিন আগে অনলাইনে প্রকাশ হয়ে গেছে কাবালি-র পুরো ছবিটাই। এবার হোয়্যাটসঅ্যাপে প্রকাশ হলো ‘কাবালি’তে রজনীকান্তের এন্ট্রি সীন।
সালমান খানের ‘সুলতান’ অনলাইনে প্রকাশ হলেও ব্যবসায় তার কোনো প্রভাব পড়তে দেননি ভাইজানের ফ্যানেরা। এমনকি সংবাদ মাধ্যমও সুলতান প্রকাশকে তেমন বড় ইস্যু করেনি, কারণ জানাই ছিল, সালমানের ছবি ঈদের বাজারে বড় ব্যবসা করবেই। কিন্তু সমস্যার মুখে দাঁড়িয়ে রজনীকান্তের কাবালি। যদিও ট্রেড অ্যানালিস্টদের ধারণা সালমান খানকে গদিচ্যুত করতে পারেন কেবল রজনীকান্তই। অন্তত প্রথমদিনের হিসেব তো তাই বলছে। চেন্নাই-ব্যাঙ্গালোরে আজ অফিস ছুটি। কাবালি দেখার জন্য। আমেরিকার হলে টিকিট শেষ মুক্তির দুদিন আগেই। ট্রেড অ্যানালিস্টদের মতে, রজনীর ছবির ব্যবসা গতবছরের বাহুবলীকেও ছাড়িয়ে যাবে। ওভারসীজেও নতুন রেকর্ড তৈরি হবে ভারতীয় ছবির।
ভাইরাসের মতো ছড়িয়ে পড়ল দক্ষিনী থালাইবা! ২২ জুলাই পুরো বিশ্বের চার’শটি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের ‘কাবালি’। মুক্তির আগেই বাজি মেরেছেন নায়ক। বক্স-অফিসের সমস্ত রেকর্ড ভেঙে মাত্র আমেরিকায় দু’ঘণ্টায় বিক্রি হয়ে গিয়েছে ‘কাবালি’ টিকিট।
তবে কথা হচ্ছে একের পর এক ছবি প্রকাশ হওয়া নিয়ে। জানিয়ে রাখা ভালো, ‘উড়তা পঞ্জাব’র মত ‘কাবালি’র যে কপি অনলাইনে মুক্তি পেয়েছে তা সেন্সর সার্টিফিকেটের জন্য দেয়া হয়েছিল। তাই স্বাভাবিক আঙুল উঠছে সেন্সরের দিকে। যদিও নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে পহলাজ নিহালনির জবাব, কাবালির সার্টিফিকেশন হয়েছে চেন্নাইতে। তাই এর প্রকাশের সঙ্গে তার অফিসের কোনো সম্পর্কই নেই। তাছাড়া তিনি আরো বলেন, রজনীকান্ত বা সালমান খানের মত স্টারদের ছবির উপর পাইরেসির কোনো প্রভাবই পড়ে না।
২২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই