বিনোদন ডেস্ক : বাংলাদেশের লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজের গানের তালে নাচলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখী সাওয়ান্ত। অনন্য মামুন পরিচালিত 'আমি তোমার হতে চাই' সিনেমারর জন্য 'ডিজিটাল প্রেম' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ।
নেপালের কাঠমান্ডুর কারমা ক্লাবে গানটির দৃশ্যধারণ চলছে। গানটির দৃশ্যধারণে শনিবার অংশ নিলেন বলিউডের এই অভিনেত্রী।
মাহমুদ জুয়েলের লেখা 'ডিজিটাল প্রেম' শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। 'আমি তোমার হতে চাই' সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিম ও বাপ্পি।
২৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই