শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৬:২৫:০৩

ভুল জাতীয় সঙ্গীত গাওয়ায় সানি লিওনের বিরুদ্ধে মামলা

ভুল জাতীয় সঙ্গীত গাওয়ায় সানি লিওনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে সানি লিওনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। দিল্লির নিউ অশোক নগর থানায় গত শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার মুম্বাইতে প্রো কবাডি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন সানি। অনেকের মতে, জাতীয় সঙ্গীতের বহু শব্দই নাকি তিনি বিকৃত উচ্চারণে গেয়েছিলেন। অভিযোগকারীর মতে, গাইতে ওঠার আগে সানির ভাল ভাবে অভ্যাস করা উচিত ছিল। কারণ তিনি যদি ভুল উচ্চারণে জাতীয় সঙ্গীত গান তবে তার ভক্তরাও একই কাজ করতে পারেন।

যদিও এর আগে সানি টুইট করেছিলেন, ‘উচ্চারণ ঠিক করার জন্য আমি বার বার প্র্যাকটিস করছি।’ টুইটারে নিজের সেই ছবিও পোস্ট করেছিলেন। কিন্তু তার পরেও বিতর্ক এড়াতে পারলেন না তিনি।
২৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে