বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্র পরিণীতি চোপড়া সম্প্রতি ইন্দোনেশিয়ায় একটি মার্কেট থেকে দু’টি শার্ট কিনেছেন, যার দাম দশ লক্ষ রুপাইয়া। মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে হ্যাশট্যাগ করে পরিণীতি নিজে জানিয়েছেন এ কথা।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শপিং করার সময় দেশটির মুদ্রা রুপিয়া ব্যবহার করেছেন পরিণীতি। সেখানে দুইটি শার্টের দাম এসেছিল ১০ লাখ রুপিয়া যা ভারতীয় রুপি রুপান্তরিত করলে চার হাজার ৫০০ আসে। তাহলে বোঝাই যাচ্ছে প্রথমে পরিণীতিকে বেহিসাবী মনে করলেও আসলে তিনি তা নন। খবর: এনডিটিভি।
৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর