বিনোদন ডেস্ক : বর্তমানে বাংলা সিনেমার সেরা নায়ক শাকিব খান শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। দোতলা থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। শাকিব খান পরিচালকের কথা শোনেননি।
শুটিংয়ে শাকিবকে ডামি ব্যবহার করতে বলেন পরিচালক। কিন্তু করেননি। শাকিব লুটিয়ে পড়লে মারপিটের দৃশ্য ধারন থেকে যায়। ‘শুটার’ ছবির শুটিং করতে গিয়ে ঘটে এ ঘটনা। পরিচালক বলেছেন, ওর ভাগ্য ভালো যে পা ভেঙে যায়নি। শাকিবের পা মচকে গেছে বলে জানান তিনি।
শাকিব খান এ বিষয়ে বলেন, দর্শকদের এখন আর বোকা ভাবার সুযোগ নেই। আমি বাস্তবেই কিছু সাহসী শট নিতে চেষ্টা করি। সেভাবেই শুটিং করছিলাম। কিন্তু এবার পায়ে ব্যথা পেলাম।
আশা করি কয়েক দিনের মধ্যে সুস্থ হব। এর পরে ছবিটির বাকি কাজ করব। প্রসঙ্গত, এ ছবিটি হয়তো কোরবানীর ঈদে মুক্তি পাবে। এখানে শাকিবের নায়িকা নবাগত বুবলি।
২৪ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর