বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজেশ খান্নাকে নিম্নমানের অভিনেতা বলে অভিহিত করেন নাসিরউদ্দিন শাহ। তিনি জানান, ১৯৭০ সালে মাঝারি মাপের সিনেমা হত বলিউডে। ঠিক সেই সময় বলিউডে যোগ দেন রাজেশ খান্না। তবে তিনি মনে করেন, একজন নিম্নমানের অভিনেতা ছিলেন তিনি। বুদ্ধিমত্তার দিক থেকে একজন অসতর্ক মানুষ ছিলেন।
মৃত বাবাকে নিয়ে নাসিরউদ্দিন শাহের এই মন্তব্যকে মেনে নিতে পারেননি টুইঙ্কেল খান্না। তাই টুইটারে নাসিরউদ্দিনের বিরুদ্ধে ক্ষেপেছেন তিনি। বলেছেন, 'যদি জীবিত মানুষদের সম্মান করতে না পারেন, তাহলে অন্তত মৃতদের সম্মান করুন। আপনি যাকে আহত করছেন, তিনি এই বিষয় কোনো জবাব দিতে পারবেন না। তাই তাকে আক্রমণ করাই নিম্নরুচির।'
পরিচালক করণ জোহর টুইঙ্কেলের পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, 'আমি টুইঙ্কেলের সঙ্গে একমত। সিনিয়রিটির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এটি একটি ব্যতিক্রমী কুরুচিকর মন্তব্য।’
২৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই