রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ১১:৩৬:৪৫

সেই স্বপ্ন কি পূরণ হবে দীপিকার?

সেই স্বপ্ন কি পূরণ হবে দীপিকার?

বিনোদন ডেস্ক : এবার সত্যি হতে চলেছে দীপিকা পাডুকোনের স্বপ্ন। বেশ কিছুদিন ধরেই ফাওয়াদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এবার সম্ভবত বাস্তবায়িত হতে চলেছে তার সেই ইচ্ছে। পরিচালক সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি পদ্মাবতীতে মেবারের রানা রতন সিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে ফাওয়াদ খানকে।

কানাঘুষা শোনা গেছে, ছবিতে অভিনয়ের কথা ফাইনাল করার জন্য মুম্বাই গিয়েছিলেন ফাওয়াদ। ছবিতে অভিনয়ের জন্য দীপিকা, রণবীর সিং এবং ফাওয়াদের কাছ থেকে ২০০ দিন চেয়েছেন বনশালি। ছবিটি প্রযোজনা করবেন করণ জোহার।

বেশ কিছু দিন ধরে রানা রতন সিংয়ের ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে জোর জল্পনা চলছিল। প্রথমে চরিত্রটির জন্য প্রস্তাব দেয়া হয় আলি জাফরকে। কিন্তু, আলির সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে নাকি অস্বীকার করেন দীপিকা। এরপর শাহিদ কাপুর ও শাহরুখ খানকে চরিত্রটির জন্য বলা হলেও, তা ভেস্তে যায়। তারপরই ফাওয়াদকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। দীপিকার স্বপ্নপূরণ হয় কিনা এখন সেটাই দেখার?
২৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে