সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ১২:৪৬:৪৩

আমেরিকায় ‘কাবালি’ দেখতে ঢুকছেন ইনি কে? চমকে উঠবেন!

আমেরিকায় ‘কাবালি’ দেখতে ঢুকছেন ইনি কে? চমকে উঠবেন!

বিনোদন ডেস্ক : রজনীকান্তের সদ্য-মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাবালি’ নিয়ে এখন তোলপাড় সারা দেশ। মুক্তি পাওয়ার মাত্র তিন দিনের মধ্যে এই ছবি ১২০ কোটি টাকার বাণিজ্য করে ফেলেছে। কিন্তু এই ছবি নিয়ে এই উন্মাদনার মধ্যে কী করছেন ‘থালাইভা’ রজনীকান্ত নিজে? কোথায় রয়েছেন তিনি?

জানা গিয়েছে, রজনীকান্ত এখন রয়েছেন ভারতের বাইরে। তিনি বর্তমানে আমেরিকার ভার্জিনিয়ায় মেয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। এমনকী, সম্প্রতি ভার্জিনিয়ার একটি সিনেমা হলে মেয়ে ঐশ্বর্য-আর- ধনুষের সঙ্গে একটি সিমেমাও দেখতে গিয়েছিলেন তিনি। কী সিনেমা? কী আবার, ‘কাবালি’।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন‌, সিনেমা শুরুর সামান্য আগে যখন প্রেক্ষাগৃহের আলো নিভু নিভু, তখনই মেয়েকে নিয়ে হলে প্রবেশ করেন সুপারস্টার। দেখা যায়, তার হাতে একটি পপকর্নের বাকেটও রয়েছে। মেয়ের সঙ্গে পপকর্ন খেতে খেতে নিজের সিনেমার আনন্দ উপভোগ করেন রজনী। উৎসাহী দর্শকদের মধ্যে কেউ কেউ রজনীকে চিনতে পেরে মোবাইল বের করে ছবি তুলতে শুরু করেন। সেরকমই একটি ছবি রইল উপরে।

সিনেমার শেষে নির্বিঘ্নেই বেরিয়ে যেতে পেরেছেন রজনী। নেহাৎ দেশটা আমেরিকা। ভারতের কোনও সিনেমা হলে রজনী-ভক্তদের মধ্যে যদি গিয়ে পড়তেন রজনীকান্ত, তাহলে কি আর এত সহজে নিস্তার পেতেন তিনি! তবে ভার্জিনিয়ার সেই সিনেমা হলের দর্শকরাও যারপরনাই খুশি। প্রিয় নায়কের সিনেমা দেখতে এসে খোদ নায়কেরই দেখা পেয়ে গেলে কে আর খুশি না হয়!

২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে